দেখে নিন ইফতারে খালি পেটে ডাবের পানি খাওয়ার উপকারিতা-
উপকারিতা-
১. দেহের পানিশূন্যতা দূর করে – সারাদিন রোজা রাখার পর ডাবের পানি দ্রুত শরীরে ইলেকট্রোলাইট সরবরাহ করে।
২. এনার্জি বাড়ায় – এতে প্রাকৃতিক চিনি থাকে, যা শরীরকে তাৎক্ষণিক শক্তি দেয়।
৩. পরিপাকতন্ত্রের জন্য ভালো – হালকা ও সহজে হজমযোগ্য হওয়ায় পেটের জন্য উপকারী।
আরও পড়ুন: হার্টের রোগীদের জন্য বিপজ্জনক ৪ খাবার
সম্ভাব্য সমস্যাসমূহ-
১. অ্যাসিডিটি হতে পারে – খালি পেটে ডাবের পানি কারও কারও ক্ষেত্রে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের সমস্যা বাড়াতে পারে।
২. ব্লাড সুগার প্রভাবিত করতে পারে – যদিও এতে প্রাকৃতিক চিনি থাকে, তবে ডায়াবেটিস রোগীদের জন্য পরিমাণ নিয়ন্ত্রণ করা ভালো।
৩. বেশি খেলে হজমে সমস্যা হতে পারে – অতিরিক্ত পান করলে হালকা পেট ফাঁপা বা ডায়রিয়া হতে পারে।
আরও পড়ুন: ঈদের ছুটিতে হার্টের রোগীদের ৫ সতর্কতা
পরিমিত পরিমাণে ডাবের পানি ইফতারে খালি পেটে পান করা বেশ উপকারী। তবে যদি আপনি গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগে থাকেন, তাহলে আগে একটু খেজুর বা অন্য কিছু খেয়ে তারপর পান করাই ভালো।
]]>