রোববার (২৭ এপ্রিল) দুপুরে হিরো আলমের দ্বিতীয় স্ত্রী রিয়ামনি নিজের ভেরিফাইড ফেসবুকে ঘোষণা দেন হিরো আলমের পঞ্চম স্ত্রীকে প্রকাশ্যে আনার। সে অনুযায়ী ওইদিন রাতেই সংবাদসম্মেলনে হিরো আলমের পঞ্চম স্ত্রী মিথিলাকে সবার সামনে পরিচয় করিয়ে দেন।
সংবাদমাধ্যমে মিথিলা বলেন, হিরো আলম আমাকে এক বছর আগে বিয়ে করেন। আমি তার গ্রামের বাড়িতে ছেলেমেয়ের সঙ্গে থাকি। আলমের বাবার মৃত্যুর আগে তার চিকিৎসার সময় আমি হাসপাতালে ছিলাম। আমার কাছে এর উপযুক্ত প্রমাণ রয়েছে।
আরও পড়ুন: জামিন পেয়ে বিশেষ বার্তা দিলেন ‘ক্রিম আপা’
এর আগে সংবাদমাধ্যমে হিরো আলমের চতুর্থ স্ত্রী প্রসঙ্গে রিয়ামনি বলেন, আমার সঙ্গে প্রতারণা করে এক মেয়েকে বিয়ে করে আলম। অফিসের কাছাকাছি একটি বাসা ভাড়া নিয়ে তারা একসঙ্গে তিনমাস ছিল। অফিস থেকে আমাদের বাসা দূরে হওয়ায় তখন প্রায়ই বাসায় আসত না। বিষয়টি যখন জানতে পারি তখন অনেক শোধরানোর চেষ্টা করেছি কিন্তু কোনো লাভ হয়নি।
আরও পড়ুন: কোরআনে হাত দিয়ে রিয়ামনি সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলেন হিরো আলম
এদিকে হিরো আলমের দ্বিতীয় স্ত্রী সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য না জানা যায়নি। আলোচিত এ কনটেন্ট ক্রিয়েটরের প্রথম স্ত্রী সাদিয়া বেগম সুমি। ২০১০ সালে তাদের বিয়ে হয় যা দাম্পত্য কলহের জেরে বিচ্ছেদে রূপ নেয়।
]]>