চ্যাম্পিয়ন্স লিগ নামকরণ করার পর প্রথমবার খেলার সুযোগ পেয়েই কোয়ার্টার ফাইনালে উঠে গেছে অ্যাস্টন ভিলা। তাদের সামনে এখন সেমিফাইনাল খেলার সুযোগ। তবে পথটা সহজ নয়। কোয়ার্টার ফাইনালে লায়ন্সদের প্রতিপক্ষ ফরাসি লিগের চ্যাম্পিয়ন পিএসজি। রাউন্ড অফ সিক্সটিনে দুরন্ত ফর্মে থাকা লিভারপুলকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে পিএসজি। এরপর ৬ ম্যাচ হাতে রেখেই অপরাজিত থেকে এবারের লিগ শিরোপাও নিশ্চিত করেছে তারা। ফলে সেমিফাইনাল খেলতে হলে অবিশ্বাস্য কিছুই করতে হবে অ্যাস্টন ভিলাকে।
সেমিফাইনালে ওঠার পথে অ্যাস্টন ভিলাকে প্রথম চ্যালেঞ্জের মোকাবেলা করতে হচ্ছে আজই (বুধবার)। বাংলাদেশ সময় রাত ১টায় পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে প্রথম লেগের খেলা অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: বিশ্বাস রাখতে বলছেন এমবাপ্পে, প্রত্যাবর্তনের স্বপ্নে বিভোর আনচেলত্তি
প্রতিপক্ষের মাঠে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দলকে সমর্থন দিতে লায়ন্স সমর্থকরা দল বেঁধে হাজির হয়েছে প্যারিসে। আর অ্যাস্টন ভিলার সেই সমর্থকরা পিএসজির সমর্থকদের সঙ্গে শহরের কেন্দ্রে সংঘর্ষে জড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এমনটাই দেখা গেছে।
ভিডিওতে দেখা যাচ্ছে, ভিলা এবং পিএসজি উভয় দলের সমর্থকরাই একে অন্যকে ঘুষি মারছে। এই সময় তাদেরকে চেয়ার ও পানের গ্লাস ছুঁড়ে মারতেও দেখা যায়। এদের একটা গ্রুপ অপেক্ষাকৃত তরুণ, তাদের মাথা হুড দিয়ে ঢাকা। এই দাঙ্গা এক মিনিটের বেশি স্থায়ী ছিল বলে জানা গেছে।
তবে এই সংঘাত পার্ক দে প্রিন্সেসের ম্যাচে কোনো ব্যাঘাত তৈরি করবে না বলে আশাবাদী অফিসিয়ালরা।
চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম শিরোপার অপেক্ষায় আছে পিএসজি। চলতি মৌসুমে দারুণ ফর্মের কারণে আশাবাদী লুইস এনরিকের তত্ত্বাবধানে খেলা দলটি।