পোস্টাল ভোট: উত্তর আমেরিকা-ওশেনিয়া অঞ্চলে নিবন্ধন শুরু রাত ১২টায়

৩ দিন আগে
আগামী সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেয়ার জন্য পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চল থেকে ভোটার নিবন্ধন কার্যক্রম রোববার (২৩ নভেম্বর) দিবাগত রাত ১২টা থেকে শুরু হবে। এসময় উত্তর আমেরিকার ১৪টি ও ওশেনিয়া অঞ্চলের দুটি দেশ থেকে নিবন্ধনের সুযোগ থাকবে।

রোববার (২৩ নভেম্বর) নির্বাচন কমিশন থেকে এ তথ্য জানা গেছে।


এছাড়া দেশের ভেতর তিন ধরনের ব্যক্তিদের নিবন্ধনের আওতায় আনা হবে ১৯ থেকে ২৩ ডিসেম্বরের মধ্যে। তখন বাদ পড়া প্রবাসীরাও নিবন্ধন করতে পারবেন।


আরও পড়ুন: পোস্টাল ভোটিংয়ের প্রথম দিনেই সাড়ে ৩ হাজার নিবন্ধন


আউট অব কান্ট্রি ভোটিং সিস্টেম অ্যান্ড ইমপ্লিমেন্টেশন (ওসিভি–এসডিআই) প্রকল্পের টিম লিডার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সালীম আহমাদ খান বলেন, উত্তর আমেরিকা ও ওশেনিয়া অঞ্চলের দেশগুলোর ভোটাররা রোববার রাত ১২টা থেকে নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে পূর্ব এশিয়া, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা অঞ্চলের দেশের নিবন্ধন প্রক্রিয়াও ২৮ নভেম্বর পর্যন্ত চলমান থাকবে।

]]>
সম্পূর্ণ পড়ুন