পোশাক ব্যবসার আড়ালে চলতো মাদক ব্যবসা

৪ দিন আগে
নারায়ণগঞ্জে পোশাক ব্যবসার আড়ালে গড়ে তোলা হয়েছিল মাদকের আস্তানা। বিশেষ অভিযানে ধামগড় এলাকা থেকে বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ এক নারী মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা।।

রোববার (১১ মে) সকাল সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে মাদক উদ্ধার ও এক নারীকে আটক করা হয়।

 

র‌্যাব জানায়, আটক ফাতেমা আক্তার ঝর্ণার ভাড়া বাসার খাটের নিচে বিশেষ কৌশলে রাখা ছিল বিপুল মাদক। পরে খাটের নিচে মেলে ৪৬ কেজি গাঁজা, ১১৪ বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির নগদ টাকা।

 

র‍্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরেই সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে নারায়ণগঞ্জ ও রাজধানীতে সরবরাহ করছিল ঝর্ণা। তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বিভিন্ন থানায়।

 

আরও পড়ুন: ঝিনাইগাতীতে ৩০ বস্তা ভারতীয় মদ ‍উদ্ধার

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন