শনিবার (২২ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এতে বলা হয়, দেশের চাহিদা পূরণের বিষয়টি নিশ্চিত করার জন্য ন্যূনতম দর বেঁধে দেয়াসহ পেঁয়াজ রফতানিতে বিধিনিষেধ আরোপের প্রায় পাঁচ মাস পর এ সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদির সরকার। ২০ শতাংশ রফতানি শুল্ক গত বছরের ১৩ সেপ্টেম্বর থেকে কার্যকর ছিল।
আরও পড়ুন: আলুর কেজি নেমেছে ২০ টাকায়, কমতির দিকে পেঁয়াজের দামও
নয়াদিল্লি বলছে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতে সরকারের প্রতিশ্রুতি রক্ষার পাশাপাশি ভোক্তাদের ক্রয়ক্ষমতা বাড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে গত বছরের ৪ মে ভারত সরকার পেঁয়াজ রফতানিতে ৪০ শতাংশ রফতানি শুল্ক এবং প্রতিটনের ন্যূনতম মূল্য ৫৫০ ডলার ঠিক করে দেয়। ৪০ শতাংশ শুল্ক কার্যকর ছিল সেপ্টেম্বর পর্যন্ত। মহারাষ্ট্রের বিধানসভার ভোট সামনে রেখে ১৩ সেপ্টেম্বর রফতানি শুল্ক নামানো হয় ২০ শতাংশে, ১ এপ্রিল থেকে সেটাও আর থাকছে না।
]]>