বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকালে সাউতিকান্দা রেললাইন এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, সাউতিকান্দা গ্রামের মোস্তফা মাতুব্বর ও হিরালদী গ্রামের সামসু মিয়ার মধ্যে পেঁয়াজ বীজ কেনা নিয়ে কথা কাটাকাটি ও পরে হাতাহাতি হয়। গ্রামবাসীর মধ্যে ছড়িয়ে পড়লে দুই গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আরও পড়ুন: হবিগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক, অচল মহাসড়ক
এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো পক্ষই অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।