রোববার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে পূর্ব রূপসা ঘাটে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম রূপসা ঘাট থেকে অতিরিক্ত যাত্রী বোঝাই করে একটি ট্রলার পূর্ব রূপসা ঘাটের দিকে আসছিল। ঘাটে পৌঁছানোর আগমুহূর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি পন্টুনে জোরে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা বেশ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। তাদের মধ্যে অনেকেই সাঁতরে তীরে উঠলেও দুজন নিখোঁজ রয়েছেন।
আরও পড়ুন: বিলে পদ্মফুল তুলতে গিয়ে একসঙ্গে ৪ চাচাতো বোনের মৃত্যু
নিখোঁজদের একজন হলেন রূপসা উপজেলার তালিমপুর গ্রামের বাসিন্দা ও সন্ধানী ক্লিনিকের এডমিন অফিসার শেখ মহিদুল হক মিঠু (৪০)। নিখোঁজ অন্যজন একজন নারী। তবে তার পরিচয় এখনো জানা যায়নি।
ট্রলারের যাত্রী ও সন্ধানী ক্লিনিকের আইটি অফিসার নাজমুল হাসান বলেন, ট্রলারে অতিরিক্ত যাত্রী ছিল। ঘাটে পৌঁছানোর সময় মাঝি নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ধাক্কা লাগার পর অনেক যাত্রী নদীতে পড়ে যায়। তবে শেখ মহিদুল হক মিঠু সাঁতরে উঠতে পারেননি।
এদিকে দুর্ঘটনার পর নৌবাহিনী, কোস্টগার্ড ও নৌ পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করেছে।
]]>
২ সপ্তাহ আগে
৪






Bengali (BD) ·
English (US) ·