মঙ্গলবার (২৫ মার্চ) রাতে র্যাব-১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল করিম এ তথ্য নিশ্চিত করে জানান, বুধবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
গত বৃহস্পতিবার (২০ মার্চ) রাত ৯টার দিকে গুলশান পুলিশ প্লাজার উত্তর পাশের সড়কে দুর্বৃত্তদের গুলিতে সুমন মিয়া নিহত হন।
ডিস ব্যবসায়ী সুমনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। বাবার নাম মাহফুজুর রহমান। তিনি মিরপুর ভাষানটেক এলাকায় দুই সন্তান ও স্ত্রীকে নিয়ে থাকতেন।
আরও পড়ুন: পুলিশ প্লাজার সামনে গুলিতে প্রাণ গেল যুবকের
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ আহমেদ জানিয়েছিলেন, সুমন নামে ওই ব্যক্তি পুলিশ প্লাজার উত্তর পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন। সেখানে কয়েকজনের সঙ্গে হঠাৎ ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তাকে লক্ষ্য করে গুলি করলে তিনি দৌড়ে রাস্তার ওপর চলে যান। এরপরও তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে তাকে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
]]>