পুলিশ নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ৩ যুবক আটক

৪ সপ্তাহ আগে
যশোরে পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে তিন যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ নভেম্বর) যশোর আব্দুর রাজ্জাক কলেজ পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো: জামালপুরের বরিশাবাড়ী উপজেলার কৃষ্ণপুর গ্রামের মো. মিলনের ছেলে শিপন হোসেন রাসেল (২২), শেরপুরের শ্রীবর্দি উপজেলার গৌরজরিনা গ্রামের ছবর আলীর ছেলে সামিউল হক (৩০) ও নেত্রকোনার সদর উপজেলার দুর্গাশ্রম গ্রামের মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে সরোয়ার হোসেন (২৮) ।


কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক জানান, আজ যশোরে পুলিশের কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা ছিল। শহরের আব্দুর রাজ্জাক কলেজে কেন্দ্রে সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করা হয়। পরীক্ষার্থীদের আইডি কার্ড যাচাইকালে দেখা যায় পরীক্ষার্থী আলিমুলের স্থলে পরীক্ষা দিচ্ছেন শিপন হোসেন রাসেল, মোহাম্মদ রাসেলের স্থলে পরীক্ষা দিচ্ছেন শামিউল হক ও রাকিবুলের স্থলে পরীক্ষা দিচ্ছেন সানোয়ার হোসেন। ওই সময়ই ওই তিনজনকে আটক করা হয়।

 

আরও পড়ুন: ১২০ টাকায় স্বপ্নপূরণ ৩১ তরুণ-তরুণীর


ওসি আরও বলেন, আটক তিনজনের বিরুদ্ধে প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ এনে নিয়মিত মামলা করা হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন