পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন নৌ-বাহিনী, নারী বিভাগে পুলিশ

২ সপ্তাহ আগে
শেষ হলো বিজয় দিবস কাবাডি টুর্নামেন্ট। ফাইনালে পুরুষ বিভাগে বাংলাদেশ বিমান বাহিনীকে ৩৮-৩৬ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌ-বাহিনী। নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপিকে ১৬-২৬ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ পুলিশ। এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করে দ্রুতই জাতীয় ক্যাম্প চালু করার কথা জানান কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ।

আবারো প্রাণ ফিরেছে দেশের কাবাডিতে। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘদিন এই ডিসিপ্লিনে ছিল না কোনো খেলা। বিজয় দিবস টুর্নামেন্ট দিয়ে জেগে উঠেছে ঝিমিয়ে পড়া কাবাডি ফেডারেশন।

 

শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষদের ফাইনাল হয়েছে টানটান উত্তেজনায়। যেখানে মাত্র দুই পয়েন্টের জন্য শিরোপা হাতছাড়া করে বিমানবাহিনী। তাদেরকে ৩৮-৩৬ পয়েন্ট ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্বের হারের প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নৌ-বাহিনী।

 

তবে নারীদের ফাইনালে একচেটিয়া আধিপত্য দেখিয়েছে বাংলাদেশ পুলিশ। প্রথামার্ধে সমান তালে লড়লেও দ্বিতীয়ার্ধে আনসারকে কোনো সুযোগ দেয়নি পুলিশ। তাদের দুর্বলতার সুযোগ নিয়েই ১০ পয়েন্ট ব্যবধানে ম্যাচ জিতে নেয়া তারা। তাতে বিজয় দিবস টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার কীর্তি গড়লো তারা।

 

আরও পড়ুন: উত্তরবঙ্গে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের আশ্বাস ক্রীড়া উপদেষ্টার

 

দীর্ঘদিন পর এই ডিসিপ্লিনে খেলা ফেরায় উচ্ছ্বসিত খেলোয়াড়রা। র‌্যাঙ্কিং ও আসন্ন কাবাডি বিশ্বকাপের প্রস্তুতির জন্য ফেডারেশনের কাছে বেশি বেশি ম্যাচ খেলার দাবি জানান তারা।

 

বাংলাদেশ পুলিশ নারী দলের খেলোয়াড় নবর্ষী চাকমা বলেন, ‘আমাদের অনেক বেশি ম্যাচ খেলতে হবে। বেশি ম্যাচ খেললে আমাদের উন্নতি হবে। কাবাডি ফেডারেশনের বেশি বেশি ম্যাচ আয়োজন করা উচিত। তাতে আমরা বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারব।’

 

বাংলাদেশ নৌ-বাহিনীর খেলোয়াড় আরুদুজ্জামান মুন্সি বলেন, ‘খেলোয়াড়দের খেলার ধারাবাহিকতা না থাকলে উন্নতি হবে না। নতুন কমিটির কাছে আহ্বান থাকবে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যেন খেলার ধারাবাহিকতা থাকে। বাংলাদেশে অনেক উদীয়মান খেলোয়াড় আছে। ভবিষ্যতে বাংলাদেশ কাবাডিতে অনেক দূর এগিয়ে যাবে।’

 

এই টুর্নামেন্ট থেকে খেলোয়াড় বাছাই করেছে ফেডারেশন। দ্রুতই তাদের নিয়ে শুরু হবে ক্যাম্প।

 

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বলেন, ‘আমাদের মূল চ্যালেঞ্জ- লঙ্গার ভার্সন পলিসি। এখান থেকে আমি ২০ জন করে ছেলে ও মেয়ে বাছাই করেছি। এদেরকে নিয়ে আমি লঙ্গার ভার্সন ক্যাম্পে যাব। মেয়েদের বিশ্বকাপ আছে সামনে। ছেলেদের টেস্ট আছে সামনে, একইসঙ্গে বাইরে ফ্র্যাঞ্চাইজি খেলার সুযোগ আছে। বাইরে টিম যাওয়ার সুযোগ আছে। এসব নিয়ে কাজ করব।’

 

আরও পড়ুন: যুবাদের হকি বিশ্বকাপ নিয়ে ফেডারেশনের বড় পরিকল্পনা

 

ফাইনালে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও বাংলাদেশ পুলিশের আইজি বাহারুল আলম।

]]>
সম্পূর্ণ পড়ুন