পুরানো কর্তারাই শ্রীলঙ্কা ক্রিকেটের দায়িত্বে

২ সপ্তাহ আগে
সবশেষ তিন মেয়াদে তথা ৬ বছর ধরে শ্রীলঙ্কা ক্রিকেটের সভাপতি শাম্মি সিলভা। চতুর্থবারের মতো দায়িত্ব পেলেন তিনি। সোমবার (৩১ মার্চ) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৬৪ বছর বয়সি এই সংগঠক।

শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) ৬৪তম বার্ষিক সাধারণ সভায় এই নির্বাচন হয়। শাম্মি আগামী দুই বছর, অর্থাৎ ২০২৫ থেকে ২০২৭ পর্যন্ত দায়িত্ব পালন করবেন। এরপর এই পদ ছাড়তেই হবে তাকে, কারণ শ্রীলঙ্কার ক্রীড়াক্ষেত্রের নিয়ম অনুযায়ী, টানা ৮ বছরের বেশি কেউ একই পদে দায়িত্ব পেতে পারেন না।


আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানের মানুষেরই ভালোবাসা পাচ্ছেন আব্বাস


শুধু শাম্মি নন, বোর্ডের অন্য কর্তারাও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জয়ন্ত ধর্মদাসা ও রবিন বিক্রমারত্নে সহসভাপতি পদে ফের নির্বাচিত হয়েছেন। সুজিবা গুদালিয়াদা কোষাধ্যক্ষ, ক্রিশান্ত কাপুবাট সহকারী সচিব, ও লসন্ত বিক্রমাসিংহে সহকারী সচিব নির্বাচিত হয়েছেন।


আরও পড়ুন: অধিনায়ক নির্বাচনে ব্যতিক্রমধর্মী প্রস্তাব মরগানের


মোহন ডি সিলভা সচিবের পদ থেকে ২০২৩ সালে পদত্যাগ করেছিলেন। তার জায়গায় দায়িত্ব পালন করে আসছিলেন ক্রিশান্ত কাপুবাট। এই পদে নির্বাচিত হয়েছেন বান্দুলা দিসানায়াকে, বোর্ডে পরিবর্তন বলতে এই একটি পদেই।

]]>
সম্পূর্ণ পড়ুন