পুতিন-জেলেনস্কিকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেবেন এরদোয়ান

১৮ ঘন্টা আগে
ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেবেন বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। ইস্তানবুলে ইউক্রেন-রাশিয়ার প্রতিনিধি দলের আলোচনার পর এ কথা জানান তিনি।

প্রায় সাত সপ্তাহ পর গত বুধবার (২৩ জুলাই) তুরস্কের ইস্তাম্বুলে তৃতীয় দফার শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। রুদ্ধদ্বার বৈঠক করেন দুই দেশের প্রতিনিধিরা। তবে ওই বৈঠকে যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। শুধুমাত্র বন্দি বিনিময়ে একমত হয় উভয় পক্ষ।

 

ইউক্রেন জেলেনস্কি ও পুতিনের মধ্যে আগস্ট মাসে একটি বৈঠকের প্রস্তাব দেয়। তবে রাশিয়া তা প্রত্যাখ্যান করে জানায়, শীর্ষ দুই নেতার বৈঠক যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের জন্য হবে, আলোচনার জন্য নয়।

 

ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, পুতিন-জেলেনস্কি বৈঠক সম্ভব শুধুমাত্র চূড়ান্ত শান্তিচুক্তির সময়। কিয়েভের আগস্ট প্রস্তাবকে তারা অবাস্তব বলে উড়িয়ে দেয়।

 

এমন প্রেক্ষাপটে এই দুই নেতাকে এক টেবিলে বসানোর উদ্যোগ নেবেন বলে জানালেন সংঘাত নিরসনে অন্যতম মধ্যস্থকাকারী দেশ তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান।

 

আরও পড়ুন: স্টারলিংকের ইন্টারনেট বিভ্রাটে বিপর্যস্ত ইউক্রেনের সামরিক যোগাযোগও

 

গত শুক্রবার (২৫ জুলাই) এরদোয়ান বলেন, পুতিন ও জেলেনস্কির মুখোমুখি বৈঠকের সম্ভাবনা যাচাইয়ে চলতি সপ্তাহেই তিনি পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলবেন যাতে ইস্তানবুলে একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজন সম্ভব হয়।

 

এরদোয়ানের কথায়, ‘আগামী দিনগুলোতে, সম্ভবত এই সপ্তাহের মধ্যে আমরা পুতিন ও ট্রাম্পের সাথে কথা বলে ইস্তাম্বুলে পুতিন ও জেলেনস্কিকে এক টেবিলে বসানো চেষ্টা করব।’

 

এদিকে ইউক্রেন ও রাশিয়ার হামলা পাল্টা হামলা অব্যাহত রয়েছে। শুক্রবার ইউক্রেনের খারকিভের একটি হাসপাতালকে লক্ষ্য করে গ্লাইড বোমা হামলা চালায় রুশ বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হন।

 

আরও পড়ুন: রাশিয়ায় বিধ্বস্ত বিমানটি ছিল ৫০ বছরের পুরনো!

 

এর একদিন আগে একই শহরের আবাসিক এলাকায় আরেকটি গ্লাইড বোমা হামলায় ২ জন নিহত হন, আহত হন আরও অনেকে। রাশিয়া জানায়, দোনেৎস্ক অঞ্চলের দুটি গ্রাম তারা নিয়ন্ত্রণে নিয়েছে।

 

]]>
সম্পূর্ণ পড়ুন