পুকুরে একে একে ভেসে উঠলো দুই শিশুর মরদেহ

১ সপ্তাহে আগে
লক্ষ্মীপুরের পুকুরে পানিতে ডুবে দুই খালাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে লক্ষ্মীপুর পৌরসভার ৩নং ওয়ার্ড বাঞ্চানগর এলাকায় আজিজ উদ্দিনের বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুরা হচ্ছে: জাকির হোসেনের ছেলে জিহাদ হোসেন এবং মহিন উদ্দিনের ছেলে নাজিম হোসেন। তারা দুজন খালাতো ভাই।

 

স্বজনরা জানান, বিকেল ৫টার দিকে নানা বাড়ির উঠানে খেলাধুলা করছিল শিশু দুটি। খেলাধুলার এক পর্যায়ে বাড়ির পুকুরে সবার অজান্তে ডুবে যায় তারা। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর পুকুরে একে একে ভেসে উঠে দুই শিশুর মরদেহ। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবার ও এলাকায়।

 

আরও পড়ুন: ময়মনসিংহে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

 

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অরুপ পাল বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগে মারা যায় শিশু দুটি।

]]>
সম্পূর্ণ পড়ুন