সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। ভুক্তভোগী তরুণীর নাম প্রীতি বলে জানা গেছে। দিল্লি-ভিত্তিক কুশওয়াহা পরিবারের অভিযোগ, প্রীতি তার প্রেমিকের জন্য আত্মহত্যা করেছেন। ওই যুবক প্রীতির দূরসম্পর্কের চাচাতো ভাই বলেও জানা গেছে। খবর এনডিটিভি’র।
প্রতিবেদন মতে, প্রীতি কুশওয়াহা দিল্লির একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন। দুই বছর আগে, কুশওয়াহা পরিবার একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে তাদের শহরে যায়। সেখানে প্রীতির সাথে এক ছেলের পরিচয় হয়, যে ছিল তার দূরসম্পর্কের চাচাতো ভাই। ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বৃদ্ধি পায়।
প্রীতির মৃত্যুর পর গোপন বিষয়টি প্রকাশ্যে আসে, যখন তার এক বন্ধু প্রীতি এবং কথিত প্রেমিকের মধ্যে কথোপকথনের স্ক্রিনশট এবং পরিবারের সাথে বেশ কয়েকটি ছবি শেয়ার করেন।
আরও পড়ুন: ভারত /স্ত্রী ভিডিও বানানোয় রাস্তায় যানজট, পুলিশ সদস্য বরখাস্ত
সেখানে দেখা যায়, প্রীতি তার চ্যাটে ওই যুবককে ‘স্বামী জি’ বলে সম্বোধন করেছেন। ২০২৩ সালের এপ্রিলে করা একটি চ্যাটে, প্রীতি সেই ব্যক্তির নাম ‘রিঙ্কু জি’ও রাখেন। অনেক ছবির মধ্যে একটিতে দেখা যায়, কথিত প্রেমিক প্রীতির মাথায় সিঁদুর দিচ্ছেন, যা তাদের গোপনে বিয়ের ইঙ্গিত দেয়।
এছাড়া সম্প্রতি, প্রীতি তার কথিত ওই প্রেমিকের জন্যই নিজের লম্বা, সুন্দর চুল কেটে ফেলেন বলেও অভিযোগ আছে। এমনকি এ নিয়ে তখন তার বোন হিমানির সাথেও প্রীতির তর্ক হয়েছিল।
বলা হচ্ছে, প্রীতির মৃত্যুর পর জানা গেছে যে, তার প্রেমিক প্রায়শই প্রীতির প্রশংসা করত এবং প্রশ্ন করত, ‘তুমি অনেক সুন্দর। অন্য কেউ যদি তোমাকে পছন্দ করে তবে আমি কী করব?’ অভিযোগ উঠেছে, এই কারণেই প্রীতি তার চুল কেটে ফেলেছিলেন।
আরও অভিযোগ আছে, ওই যুবক প্রীতির সাথে সম্পর্ক ছিন্ন করে তার নম্বর ব্লক করে দিয়েছিলেন, যার ফলে প্রীতি হতাশায় ভুগছিলেন। প্রীতির সোশ্যাল মিডিয়া পোস্টগুলোও ইঙ্গিত দেয় যে তিনি মানসিকভাবে কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন। গত ১৩ মার্চ ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে প্রীতি লেখেন, ‘যদি সে আমাকে মেসেজ না দেয়? তাকে অবশ্যই আমাকে মনে রাখতে হবে।’
আরও পড়ুন: পরকীয়ার জের /লাইভে এসে স্বামীর আত্মহত্যা, ৪৪ মিনিট ধরে দেখেন স্ত্রী-শাশুড়ি!
সূত্রের বরাত দিয়ে এনডিটিভি বলছে, আত্মহত্যার আগে প্রীতি নিজের জন্য পিৎজা এবং কোল্ড ড্রিংকস অর্ডার করেছিলেন। এছাড়া ফোন রেকর্ড অনুসারে, মাকে ফোন করার পর প্রীতি তার কথিত প্রেমিককেও ফোন করেছিলেন। কিন্তু কোনো সাড়া পাননি।
এদিকে, এ ঘটনার ১০ দিনের বেশি সময় পার হলেও ওই যুবকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে অভিযোগ প্রীতির পরিবারের। ন্যায়বিচারের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন তারা।
]]>