বর্তমানে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়ক শান মাসুদ। সম্প্রতি ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ করেছে তার দল। ২৮ অক্টোবর থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। মাঝের এই বিরতিতে অতিথিদের নিয়ে একটি ডিনার পার্টির আয়োজন করে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
আরও পড়ুন: ভারতের হোটেলে ইঁদুরের উৎপাতে আতঙ্কিত অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা
পিসিবি চেয়ারম্যান মহসিন নকভির সভাপতিত্বে সেই পার্টিতে উপস্থিত ছিলেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই শান মাসুদকে দেশটির আন্তর্জাতিক ক্রিকেট বিষয়ক পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সম্প্রতি ডিরেক্টর অফ ক্রিকেট পদের জন্য বিজ্ঞাপন দেয় পিসিবি। এশিয়া কাপের হ্যান্ডশেক কাণ্ডে উসমান ওহালাকে সাময়িকভাবে বরখাস্ত করে বোর্ড। তাকেও এদিন পুনর্বহাল করা হয়েছে। তবে শান মাসুদকে নতুন পরামর্শদাতা হিসেবে নিযুক্ত করার পর ওহালাকে পিএসএল সংক্রান্ত দায়িত্বে স্থানান্তর করা হবে বলে জানা গেছে।
আরও পড়ুন: ৭ বছর ধরে স্বীকৃত ক্রিকেটের বাইরে থাকা খেলোয়াড়কে দলে ফেরালো জিম্বাবুয়ে
পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে, এই পদটি একটি নেতৃত্বমূলক দায়িত্ব, যেখানে পাকিস্তান দলের ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক ক্রিকেট পরিচালনা করা হবে। প্রধান কাজ হলো আন্তর্জাতিক টুরগুলো পরিকল্পনা, আয়োজন, সম্পাদনা এবং তদারকি করা।
]]>
৩ সপ্তাহ আগে
৯







Bengali (BD) ·
English (US) ·