এসিসি প্রেসিডেন্টের পদটি ছিল মূলত আইসিসির বর্তমান প্রধান জয় শাহর দখলে। বিসিসিআই সচিবের পদ ছেড়ে তিনি আইসিসির দায়িত্ব গ্রহণ করায় পদটি খালি হয়। সেটা গ্রহণ করেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট শাম্মি সিলভা। এবার এই দায়িত্বের জন্য মহসিন নাকভি নির্বাচিত হলেন। খবর ক্রিকবাজের।
এসিসির সাধারণ কাউন্সিলের সভায় নাকভিকে নির্বাচিত করা হয়েছে।
আরও পড়ুন: পাকিস্তানের ব্যাটিং লাইন লন্ডভন্ড করে টি-টোয়েন্টির এক নম্বর বোলার ডাফি
পিসিবি চেয়ারম্যান হিসেবে মহসিন নাকভি দায়িত্ব গ্রহণ করেছিলেন তিন বছরের জন্য। এসিসি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেলেন দুই বছরের জন্য। অর্থাৎ দুই ক্ষেত্রেই নাকভির মেয়াদ প্রায় একই সময়ে শেষ হবে।
পাকিস্তানিদের মধ্যে সবশেষ এসিসির প্রেসিডেন্ট পদে ছিলেন এহসান মানি। ২০১৬ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন তিনি। সব মিলিয়ে এখন পর্যন্ত ১০ জন পাকিস্তানি এসিসির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।