পিরোজপুরে ৮ দোকানির স্বপ্ন পুড়ে ছাই

৩ সপ্তাহ আগে
পিরোজপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে আটটি দোকান পুড়ে ছাই হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রাত সাড়ে ১১টার দিকে শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহানের দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। পরে তা অন্য দোকানে ছড়িয়ে পড়ে।


এরপর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট একঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইলসহ মোট ৮টি দোকান ভস্মীভূত হয়।


আরও পড়ুন: মিরপুরে বসতবাড়িতে ভয়াবহ আগুন


এ বিষয়ে শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের গাড়ি আসার আগেই তার দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় তার প্রায় ছয় লখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি তার।


নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, ‘ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।’


আরও পড়ুন: প্রবাসীর ঘরে লাগা আগুনে পুড়ে ছাই তিনটি বসতঘর


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।


তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন