পিরোজপুরে ৩ উপজেলায় ঈদ উদযাপন

৩ সপ্তাহ আগে
সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করছেন পিরোজপুরের ৩ উপজেলার ১১ গ্রামের মানুষ।

 রোববার (৩০ মার্চ) সৌদি আরবের সঙ্গে মিল রেখে ওইসব পরিবার ঈদ উদযাপন করছেন।


জেলার মঠবাড়িয়া উপজেলার ৬ গ্রাম, কাউখালী উপজেলার ২টি গ্রাম, নাজিরপুরের ১টি গ্রাম, পিরোজপুর সদরের ২টি গ্রামে এ ঈদ উৎসব উদযাপন করা হচ্ছে।

আরও পড়ুন: শরীয়তপুরে ৫০ গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

জেলার মঠাবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, খেতাছিড়া ও চকরগাছিয়া এ ৬ গ্রামের ৬ শতাধিক, জেলার কাউখালী উপজেলার বেতকা, শিয়ালকাঠী ও পারসাতুরিয়া ইউনিয়নের ৭৫/৮০ পরিবার, জেলার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা গ্রামের ৫০ পরিবার, জেলার সদর উপজেলার কদমতলা ইউনিয়নের কদমতলা ও একপাই জুজখোলা গ্রামের ৬০ পরিবার ঈদ উদযাপন করছেন।


কাউখালী উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেলতলা গ্রামের স্থানীয় পল্লীচিকিৎসক মারুফ হোসেন জানান, বেলতলার মোল্লা বাড়ি জামে মসজিদের ঈদের নামাজের  ইমামতি করেন ওই মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন সিকদার পান্না। সকাল ৮টায় ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: ফরিদপুরের ১০ গ্রামে ঈদ উদযাপন

মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের ভাইজোড়া, কচুবাড়িয়া, সাপলেজা, ঝাটিবুনিয়া, চরকগাছিয়া, খেতাছিড়া, সদর ইউনিয়নের সবুজ নগর এ ৭ গ্রামে সকাল ৯টায়  ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।


নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নের খেজুরতলা বাজারের আল-আমি মসজিদে সকাল ৮ টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন