বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় থেকে একটি আনন্দ র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিও অফিস মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় এক পথসভা।
পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আকন, জেলা বিএনপির সদস্যসচিব গাজী অহিদুজ্জামান লাভলুসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।
এ সময় জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন বলেন, ‘ছাত্র, রাজনৈতিক কর্মীসহ সবার প্রচেষ্টায় দীর্ঘ ১৬ বছর তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলনের আমরা সূচনা করেছি, সেই আন্দোলনের কারণে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আওয়ামী গুন্ডা বাহিনী আইনজীবীর নামে লুটেরা মক্কেলকে বিভিন্ন রকম হয়রানি করে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেছে। সেই মামলা থেকে আদালত তাকে অব্যাহতি দিয়েছেন।’
আরও পড়ুন: যশোরে আ.লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০
উল্লেখ্যে, পিরোজপুর জেলা আইনজীবী সমিতির তৎকালীন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলোয়ার হোসেন ২০১৪ সালের ২৪ ডিসেম্বর তারেক রহমানের বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে পিরোজপুর সদর থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন।
আরও পড়ুন: বেনাপোলে বিএনপি নেতার বাড়িতে বোমা হামলা
বুধবার (১১ ডিসেম্বর) অভিযোগ গঠনের দিন ধার্য থাকায় আদালতের বিচারক আসামির বিরুদ্ধে অভিযোগের কোনো উপাদান না থাকায় অভিযোগের দায় থেকে তারেক রহমানকে অব্যাহতি দেন এবং মামলাটি খারিজ করেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মামনুন আহসান।
]]>