জানা গেছে, উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর মাজেদিয়া হাফিজিয়া মাদ্রাসার তিন ছাত্র রোববার (১৩ এপ্রিল) মাগরিবের নামাজের পর কিছু সময় শ্রেণিকক্ষে পাঠদানে অংশ নেয়। এরপর ওজু করার কথা বলে তারা মাদ্রাসা ভবন থেকে বের হয়ে যায় এবং আর ফিরে আসেনি। পরবর্তীতে তাদের সন্ধানের চেষ্টা চালিয়ে জানা যায়, সন্ধ্যার পরে তারা সয়না খেয়া পার হয়ে হুলারহাটের দিকে গেছে।
নিখোঁজ শিক্ষার্থীরা হলো, কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামের আলমগীর হোসেনের ছেলে সাফায়েত (১৩), একই উপজেলার আইরন গ্রামের আব্দুল মন্নানের ছেলে সফিকুল (১২) এবং বরিশাল সদরের মুরাদ হোসেনের ছেলে মাশফি (১৪)। তারা প্রায় এক বছর ধরে ওই মাদ্রাসায় অধ্যয়নরত।
নিখোঁজ সাফায়েতের পিতা আলমগীর হোসেন বলেন, ‘মাদ্রাসা কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারি ছেলে মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে। এখনও খোঁজ না পাওয়ায় আমরা দুশ্চিন্তায় আছি।’
আরও পড়ুন: পিরোজপুর জেলা কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া গ্রেফতার
রঘুনাথপুর মাজেদিয়া হাফিজিয়া মাদ্রাসার দায়িত্বপ্রাপ্ত হাফেজ মো. রবিউল ইসলাম বলেন, ‘তিন ছাত্র ওজুর কথা বলে বের হয়ে আর ফেরেনি। অভিভাবকদের তাৎক্ষণিক জানানো হয়। থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে।’
তবে কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান হোসেন বলেন, ‘আমি এ বিষয়ে কিছুই জানি না, আপনাদের মাধ্যমে জানলাম। এখন পর্যন্ত থানায় কেউ কোনো অভিযোগ করেনি।’
]]>