শনিবার (১০ মে) মধ্যরাতে বাদি হয়েছেন মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ মিলন বিশ্বাস মামলাটি করেন।
মামলায় শনিবার আটক নেহাল আহমেদ জিহাদকে (২৪) প্রধান আসামি করা হয়েছে। এই এক আসামির নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, নৌপথের ঘটনা বিধায় মামলাটি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক ইমরান আহমেদকে।
মামলাটির তদন্তকারী কর্মকর্তা জানান, মামলার পর আটক নেহাল আহমেদ জিহাদকে গ্রেফতার দেখিয়ে রোববার দুপুর দেড়টার দিকে সাত দিনের রিমাণ্ড আবেদন করে আদালতে মাধ্যমে জেল হাজাতে পাঠনো হয়। বিচারক মুন্সীগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম পরবর্তী কর্মদিবস সোমবার রিমাণ্ড শুনানির দিন ধার্য রেখে আসামিকে জেল হাজতে পাঠিয়েছেন।
পুলিশ জানায়, যৌন নিপীড়ন, নির্যাতন ও ভয়ভীতি দেখানোর অপরাধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারা তৎসহ ১৪৩/৩২৩/৪২৭/ ৪৪৮/৫০৬ দণ্ডবিধি ধারায় মামলাটি করা হয়।
রোববারই তদন্তের কাজ শুরু করেছে পুলিশ। ভিডিও পরীক্ষা করে অন্যান্য আসামিদের নাম সনাক্ত করা হচ্ছে। প্রকৃত আসামি চিহ্নিতসহ অপরাধ সঠিকভাবে নিরুপণে ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীসহ যাদের কাছে ভিডিও রয়েছে সকলের সহযোগিতা চেয়েছেন তদন্তকারী কর্মকর্তা।
আরও পড়ুন: পিকনিকের লঞ্চে দুই নারীকে প্রহার, যুবক আটক
মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ আতাউর রহমান জানান, স্পর্শকাতর এই ঘটনায় কতিপয় ব্যক্তির কারণে পুরো এলাকার ভাবমূর্তি নিয়ে প্রশ্ন উঠেছে। তাই বিষয়টি সঠিকভাবে তদন্ত করা প্রকৃত চিত্র আদালতের সামনে উপস্থাপন জরুরি। নানারকম চাপ থাকা সত্ত্বেও পুলিশ সঠিকভাবে তদন্তের কাজটি করে যাচ্ছে।
মামলা সূত্রে জানা যায়, জিহাদ ও অজ্ঞাত ২০ থেকে ২৫ জন শুক্রবার রাত ৮টার দিকে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এমভি ক্যাপ্টেন লঞ্চের নারী যাত্রীদের মারধর করে জখম করে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গণমাধ্যমগুলোতেও গুরুত্বের সঙ্গে প্রকাশ পায়। পরে শনিবার দুপুরে জিহাদকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে একটি লঞ্চ ভাড়া করে চাঁদপুরের মোহনপুর ঘুরতে যান কয়েকজন। ফেরার পথে মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে কিছু কিনতে থামেন। এ সময় স্থানীয়দের সঙ্গে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে লঞ্চে হামলা করে ভাঙচুর ও শ্লীলতাহানি করে। এ সময় নেহাল আহমেদ জিহাদ দুই তরুণীকে লঞ্চের ডেকে নিয়ে প্রকাশ্যে বেল্ট দিয়ে পেটায়।
সূত্র আরও জানায়, ফেসবুকে ছড়িয়ে যাওয়া আরেকটি ভিডিওতে দেখা যায়, লঞ্চের দ্বিতীয় তলায় কয়েকজন যুবক আরেক নারীকে মারধর করে। তবে, তাদের পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।