বুধবার (১ জানুয়ারি) ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে বাংলাদেশি ক্রিকেটারদের নাম প্রকাশ করা হয়েছে।
ক্রিকেট বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের চলতি আসরের নিলামে বঞ্চিত হয়েছেন বাংলাদেশিরা। মোস্তাফিজদের চোখ এবার তাই পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগে। আর ১০ দিন পরই ২০২৫ পিএসএল আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: ২০২৫ সালে বাংলাদেশ ক্রিকেট দলের সূচি
যেখানে আলো কাড়তে পারেন ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টোর মতো তারকারা। আইপিএলে দল না পাওয়ায় পিএসএলের জন্য উন্মুক্ত আছেন তারা। উন্মুক্ত আছেন আইপিএলে দল না পাওয়া সাকিব-মোস্তাফিজরাও।
পিএসএলের ড্রাফটে শুধু বাংলাদেশের এ দুই বড় আইকন-ই নন, থাকবেন সব মিলিয়ে ৩০ জন ক্রিকেটার।
আরও পড়ুন: প্রথমবার ম্যাচসেরা হয়ে যা বললেন নাহিদ রানা
বাংলাদেশ থেকে পিএসএলের ড্রাফটে যারা নাম নিবন্ধন করেছেন-
সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, নাহিদ রানা, নাজমুল হোসেন শান্ত, শেখ মেহেদী, মেহেদী হাসান মিরাজ, রিপন মন্ডল, সৌম্য সরকার, তাইজুল ইসলাম, সাব্বির রহমান, শরিফুল ইসলাম, মোহাম্মদ সাইফউদ্দিন, জাকের আলী, আফিফ হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাসুম আহমেদ, নাজমুল হোসেন অপু, রনি তালুকদার, রুয়েল মিয়া, সাইফ হাসান, শামীম পাটোয়ারি, শহিদুল ইসলাম ও তানজিদ হাসান তামিম।