পিএসএলে রিশাদদের কোচ রাসেল ডমিঙ্গো

৩ সপ্তাহ আগে
গ্লোবাল সুপার লিগে লাহোর কালান্দার্সকে কোচিং করিয়েছিলেন ড্যারেন গফ। গত বছর তার সঙ্গে চুক্তি হয়েছিল পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) দায়িত্ব পালন করবেন, এই মর্মে। কিন্তু গফ ব্যক্তিগত কারণে সরিয়ে দাঁড়িয়েছেন।

গফ সরে দাঁড়ানোয় লাহোরকে নতুন কোচ খুঁজতেই হতো। দায়িত্বটি নিয়েছেন বাংলাদেশের সাবেক কোচ রাসেল ডমিঙ্গো। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তিনি বাংলাদেশের দায়িত্ব সামলেছেন।


গফ সরে দাঁড়ানোয় খুশি নয় লাহোর। কিন্তু সাবেক কোচের প্রতি সম্মান ও শ্রদ্ধা থেকে শুভকামনা জানিয়েছে দলটি। এক বিবৃতিতে লাহোর জানায়, ‘আমরা তার ব্যাপারটি বুঝেছি এবং শ্রদ্ধ করি। তিনি আমাদের দলের গুরুত্বপূর্ণ একটা অংশ ছিলেন। ভবিষ্যতের জন্য তাকে শুভকামনা জানাই। একই সঙ্গে রাসেল ডমিঙ্গোকে নতুন কোচ হিসেবে ঘোষণা করতে পেরে আনন্দিত।’


আরও পড়ুন: নেপালের দায়িত্ব নিলেন বাংলাদেশের সাবেক কোচ


নতুন রাসেল ডমিঙ্গো দায়িত্ব নিয়ে উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘আমি ২০২৫ সালে পিএসএলে লাহোরের হয়ে কাজ করতে উন্মুখ। কাজ করতে, প্লেয়ারদের সঙ্গে দেখা করে তাদের সম্পর্কে জানতে তর সইছে না। আশা করি সমর্থকদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাব।’


১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলে লাহোরের হয়ে খেলবেন বাংলাদেশের রিশাদ হোসেন। গত ১৩ জানুয়ারি ড্রাফট থেকে ২৫ হাজার ডলার তাকে দলে ভিড়িয়েছিল লাহোর। রিশাদ বাংলাদেশের টেস্ট সেটআপের মধ্যে নেই। ফলে একই সময়ে জিম্বাবুয়ে সিরিজ থাকলেও বিসিবি তাকে পুরো মৌসুম খেলার জন্য এনওসি দিয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন