আগামী ১১ এপ্রিল পর্দা উঠবে পিএসএলের দশম আসরের। যেখানে করাচি কিংসের হয়ে লিটন, পেশোয়ার জালমির হয়ে নাহিদ আর লাহোর কালান্দার্সের হয়ে লড়বেন রিশাদ।
গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত পিএসএলের ড্রাফটে ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদকে দলে ভিড়িয়েছিল পেশোয়ার। আর সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি এবং রিশাদকে লাহোর কালান্দার্স দলে নেয়।
আরও পড়ুন: তামিমের শারীরিক অবস্থা নিয়ে যা জানালেন চিকিৎসকরা
তবে টুর্নামেন্টটিতে তিন জনের খেলা নিয়ে কিছুটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। কারণ আগামী মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। ২০ এপ্রিল শুরু হয়ে সিরিজ শেষ হবে ২ মে।
রিশাদ বাংলাদেশের টেস্ট সেটআপের মধ্যে নেই। অন্যদিকে এ সিরিজে ছুটি দেয়া হয়েছে লিটনকে। যার কারণে পিএসএলের শুরু থেকে খেলতে পারবেন তারা দুজন। তবে পুরোপুরি ছুটি না পাওয়ায় নাহিদের একটু দেরিতে যোগ দেবেন। সিরিজের প্রথম টেস্ট খেলে পাকিস্তানের উদ্দেশে রওনা হবেন তিনি।
সবকিছু ঠিক থাকলে ২৬ এপ্রিল পিএসএলের অভিষেক হতে পারে নাহিদের। তবে এর মধ্যে পেশোয়ার খেলে ফেলবে তাদের পাঁচটি ম্যাচ। এরপর বাকি ম্যাচগুলোতে খেলতে পারেন নাহিদ। এমনকি তার দল দ্বিতীয় পর্বে জায়গা করে নিলে ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে নাহিদের।
আরও পড়ুন: আমাকে বলা হলো তামিম আর বেঁচে নেই: আকরাম
আগামী ১৮ মে পর্দা নামবে পিএসএলের।
]]>