এবারের পিংক ডে ম্যাচে মাঠেই সন্তানের জন্ম দিয়েছেন এক মা। খেলা চলাকালীন প্রসব যন্ত্রণা শুরু হলে স্টেডিয়ামের হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। আর সেখানেই ছেলে সন্তানের জন্ম দেন তিনি।
খুশির এই সংবাদ পৌঁছে দেয়া হয়েছে মাঠে ম্যাচ দেখতে আসা দর্শকদের কাছে। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে ওই দম্পতির নামসহ তাদের সন্তান হওয়ার সংবাদটি জানানো হয়। সেখানে লেখা হয়, ‘স্টেডিয়ামেই ছেলের জন্ম হওয়ায় মিস্টার ও মিসেস রাবেংকে শুভেচ্ছা।’ জায়ান্ট স্ক্রিনে এই বার্তা দেখে পুরো ওয়ান্ডারার্স স্টেডিয়াম উল্লাসে ফেটে পড়ে। ক্রিকেটাররা মৃদু হাসি দিয়ে খেলায় মনোযোগ দেন আবার।
এদিন খেলা চলাকালীন আরও একটি দৃশ্য নজর কেড়েছে। মাঠে প্রেমিকার সামনে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক যুবক। এসময় পাশেই মাইক্রোফোন নিয়ে গান গাইতে দেখা যায় একজনকে। আচমকা বিয়ের প্রস্তাব পেয়ে শুরুতে একটু বিব্রতকর অবস্থায় পড়লেও পরে প্রস্তাবে রাজি হয়ে আংটি পড়ে নেন তিনি। এই দেশ্য দেখে আবারও উল্লাসে ফেটে পড়ে পুরো গ্যালারি।
মাঠে বিয়ের প্রস্তাব দেয়ার ঘটনা এবার অবশ্য প্রথম নয়। এর আগেও কয়েকবার স্টেডিয়ামের ক্যামেরায় ধরা পড়েছে এমন দৃশ্য। তবে এবারের ম্যাচে দুটি ঘটনাই বেশ আলোচনায় এসেছে।
গ্যালারির বিভিন্ন বিষয় নিয়ে স্বাগতিক দর্শকরা বেশ আমুদে সময় কাটালেও মাঠে দল তেমন পারফর্ম করতে পারেনি। পাকিস্তানের দেয়া ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৭১ রানে অলআউট হয়েছে প্রোটিয়ারা। এই হারে ঘরের মাঠে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে স্বাগতিকরা।