পাল্টাপাল্টি কর্মসূচি কুয়েটে

২ দিন আগে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ ঘিরে কুয়েট ক্যাম্পাসে পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) দুপুর ১২ টায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করে শিক্ষার্থীরা। 


দুর্বার বাংলা চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এছাড়া উপাচার্যের অপসারণের দাবিতে ক্যাম্পাস জুড়ে পোস্টার লাগায় শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন তারা।


অপরদিকে শিক্ষার্থীদের এক দফা কর্মসূচির প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। 

আরও পড়ুন: কুয়েটে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদলের

দুপুর পৌনে ১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে র‍্যালি শুরু হয়ে দুর্বার বাংলার পাদদেশে মানববন্ধনে অংশ নেয়। 


বক্তারা বলেন, আইন অমান্যকারি কতিপয় শিক্ষার্থী উপাচার্যকে হয়রানি ও এক দফার বিরুদ্ধে এই কর্মসূচির ডাক দিয়েছেন তারা। প্রয়োজনে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন তারা। এর আগে উপাচার্য বেলা ১১ টা থেকে কুয়েটের শিক্ষকদের নিয়ে প্রশাসনিক ভবনে সভা করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন