পালেগ্রামে ৪০ দিন জামাতে নামাজ আদায় কর্মসূচি, ৪৫ জন পুরস্কৃত

৩ সপ্তাহ আগে
ধর্মীয় মূল্যবোধের উজ্জীবন এবং সামাজিক ঐক্য গড়ে তুলতে চট্টগ্রামের বাঁশখালী পালেগ্রাম নাছির মোহাম্মদ পাড়া ঐক্য পরিষদের উদ্যোগে ৪০ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৩ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২২ অক্টোবর পর্যন্ত চলা এই কর্মসূচি একদিকে যেমন তরুণ প্রজন্মের মধ্যে নামাজের প্রতি ভালোবাসা সৃষ্টি করেছে, তেমনি এলাকার মানুষের মধ্যে ধর্মীয় চেতনা ও পারস্পরিক সহযোগিতার অনুভূতি জাগিয়েছে। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় এবং বিভিন্ন উৎসাহমূলক প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানটি সামাজিক ঐক্য ও ইসলামী মূল্যবোধের শক্তিশালী বার্তা দিয়েছে।

শুক্রবার (৩১ অক্টোবর) পাঁচ ওয়াক্ত জামাতে নামাজ আদায়ে অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


অনুষ্ঠানটির শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন আল-ইকরা মডেল মাদ্রাসার হাফেজ সাকিব। 


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঐক্য পরিষদের সদস্য আবদুর রহিম। ঐক্য পরিষদের সদস্য মো. ফুরকান স্বাগত বক্তব্য রাখেন, এবং সংগঠনের ভবিষ্যৎ লক্ষ্য তুলে ধরেন মো. বোরহান উদ্দিন হিমেল। এছাড়া মো. ওমর ফারুক, রেজাউল করিম (সুমন), মো. নিজাম উদ্দিন, ও হাফেজ মৌলানা মোহাম্মদ হেলাল উদ্দিনসহ অন্যান্য অতিথিরা একে একে বক্তব্য রাখেন।


বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন- আবদুর রশিদ, বদি আলম, মোহাম্মদ হানিফ, মো. ইসমাইল ও মো. আবদুল মান্নান (মিকার)। এছাড়া পালেগ্রাম হাকিম মিয়া শাহ আলিম মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরত মাওলানা মীর আহমেদ আনসারী বয়ান প্রদান করেন।


৪০ দিনের আয়োজনে ৬০ জন অংশগ্রহণকারী ছিলেন। এরমধ্যে ৪৫ জন টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করেছেন। বিশেষভাবে ২০০ ওয়াক্তের মধ্যে ১৯০ বা তার বেশি ওয়াক্ত পূর্ণ করা অংশগ্রহণকারীদেরকে বিশেষ পুরস্কার দেয়া হয়েছে।


আরও পড়ুন: টানা ৪০ দিন জামাতে নামাজ আদায় করে বাইসাইকেল পেল ৩২ শিশু


তরুণদের মধ্যে প্রথম হয়েছেন মো. শাফি। পুরস্কার হিসেবে তাকে সাইকেল উপহার দেয়া হয়। অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন- মো. জায়েদ হোসেন, মো. তাহসিন, মো. রিফাদ, রায়হান, রিয়াদ হোসেন। তাদের স্কুল ব্যাগ, ছাতা, দেয়াল ঘড়ি, ইসলামিক ও শিক্ষামূলক বই উপহার দেয়া হয়।


বয়স্ক বিভাগের ১ম পুরস্কারটি অর্জন করেন জাকের আহমেদ, এবং অন্যান্য পুরস্কারপ্রাপ্তরা হলেন- আবুল কালাম, জাফর ও নুরুল ইসলাম। তাদের উপহার হিসেবে জায়নামাজ, তসবিহ, আতর এবং অন্যান্য ধর্মীয় সামগ্রী প্রদান করা হয়।


অনুষ্ঠানে প্রবাসী ভাইদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাঁশখালী হামেদিয়া রহিমা ফাজিল ডিগ্রি মাদ্রাসা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আহমদ নজির।

]]>
সম্পূর্ণ পড়ুন