পার্থ টেস্টে টস জিতে ব্যাটিংয়ে ইংল্যান্ড

১৪ ঘন্টা আগে
শুরু হয়ে গেল অ্যাশেজের লড়াই। পার্থে প্রথম টেস্টে টস জিতেছে ইংল্যান্ড। আর টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন ইংলিশ অধিনায়ক। পার্থে শেষ ৫ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করা দল জয় পেয়েছে।

দুই দল আগেই একাদশ প্রকাশ করেছে। ইনজুরির শঙ্কা কাটিয়ে ইংল্যান্ডের একাদশে জায়গা করে নিয়েছেন পেসার মার্ক উড। এছাড়াও, আছেন আরও তিন পেসার। আর ব্যাট হাতে রুট্ম স্টোকসদের সঙ্গে আছেন ব্রুক, ডাকেট, পোপরা।


এদিকে অস্ট্রেলিয়ার দলে আছেন বড় পরিবর্তন। একের পর এক চোটে ছিটকে গেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স, শন অ্যাবট ও জশ হ্যাজলউড। যার কারণে অস্ট্রেলিয়ার বোলিংয়ে স্টার্কের সঙ্গে নেতৃত্ব দেবেন বোল্যান্ড ও ব্রেন্ডন ডগেট। ডগেটের অভিষেক হচ্ছে আজ।


আরও পড়ুন: অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে আজ যা প্রথম দেখা যাবে 


এদিকে অস্ট্রেলিয়ার দলে আজ অভিষেক হচ্ছে ওপেনার জ্যাক ওয়াদারাল্ডেরও। তাতে ২০১৯ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়া এক টেস্টে দুই খেলোয়াড়ের অভিষেক ঘটাচ্ছে। আর অ্যাশেজের হিসেব করতে গেলে পেছাতে হবে আরও। ২০১১ এর অ্যাশেজে শেষবার এক টেস্টে দুই খেলোয়াড়ের অভিষেক হয় অজিদের হয়ে।  


অস্ট্রেলিয়ার একাদশ: 

জ্যাক ওয়াদারাল্ড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ (অধিনায়ক), ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, নাথান লায়ন, ব্রেন্ডন ডগেট ও স্কট বোল্যান্ড।  


ইংল্যান্ডের একাদশ:

বেন ডাকেট, জ্যাক ক্রলি, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ, গাস অ্যাটকিনসন, ব্রাইডন কার্স, মার্ক উড ও জোফরা আর্চার। 

]]>
সম্পূর্ণ পড়ুন