সোমবার (২১ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ইয়াসিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়সহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা।
নেতারা জানান, নিহত পারভেজ প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের ২২৩তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী এবং সক্রিয় ছাত্রদল কর্মী ছিলেন। তাকে পরিকল্পিতভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আর কোনো খুন ও রক্ত দেখতে চায় না। এখন থেকে ছাত্রদলের ওপর হামলা হলে, আমরা শক্তভাবে তা প্রতিরোধ করব। বৈষম্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলব। আমরা চাই একটি বৈষম্যমুক্ত বিশ্ববিদ্যালয় ও দেশ।
আরও পড়ুন: আমরণ অনশনে চবির চারুকলার ৯ শিক্ষার্থী
সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন মহসীন বলেন, পারভেজ হত্যাকাণ্ডে জড়িতদের চিহ্নিত করা হলেও এখনও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আমরা নিরাপদ ক্যাম্পাস চাই, যেখানে ছাত্ররা নির্ভয়ে পড়াশোনা করতে পারবে। জুলাই আন্দোলনের সময় আমাদের ভাই ওয়াসিমকেও হত্যা করা হয়েছিল। আমরা ৫ আগস্টের পর এমন একটি বাংলাদেশ দেখতে চাই, যেখানে কোনো বৈষম্য থাকবে না। বিশ্ববিদ্যালয়ে আমরা জ্ঞান অর্জনে এসেছি, দোষী খুঁজতে নয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে পারভেজ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।