পারভেজ হত্যাকারীদের শাস্তির দাবিতে সাতক্ষীরা পলিটেকনিক ছাত্রদলের মানববন্ধন

৩ সপ্তাহ আগে
প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা পারভেজ হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় সাতক্ষীরা পলিটেকনিকের সামনের প্রধান সড়কে পলিটেকনিক ছাত্রদলের (নির্বাচিত) আহ্বায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সম্পাদক মো. শাহেদ হাসান।


বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আবু রায়হান, সাবেক যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল প্রমুখ।


মানববন্ধনে বক্তারা বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সক্রিয় কর্মী জুলাই আগস্ট আন্দোলনের অকুতোভয় সৈনিক প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ২২৩ ব্যাচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। এসব সন্ত্রাসীদের অতি দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তা না হলে ছাত্রদল কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।


আরও পড়ুন: পারভেজ হত্যার প্রতিবাদে চবিতে ছাত্রদলের মানববন্ধন


মানববন্ধনে উপস্থিত ছিলেন, পলিটেকনিক ছাত্রদলের তুহিন রিয়াদ, মো. সোহান, আব্দুল্লাহ, সাকিবুর রহমান আলিফ, সাকিব, আব্দুল্লাহ অর্ক, ফেরদাউস জামিল, হেলাল, তামিম, সাইদ, ইমরান, রিয়াদসহ স্থানীয় নেতাকর্মীরা।

]]>
সম্পূর্ণ পড়ুন