রোববার (২৬ অক্টোবর) সকাল ৭টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের জাফরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পাবনা কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী তাসমিয়া আক্তার, পঞ্চম শ্রেণির ছাত্র আবু তোহা ও ভ্যানের চালক আকরাম হোসেন।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, সকালে একটি অটোভ্যান পাবনার দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাঁশবোঝাই একটি ট্রাক অটো ভ্যানটিকে সজোরে ধাক্কা দিলে ভ্যানটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
আরও পড়ুন: বাগেরহাটে ট্রাকের ধাক্কায় ভ্যানযাত্রী নিহত, আহত ২
দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশকে খবর দিলে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে জানিয়ে তিনি আরও বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক রয়েছেন।
আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান ওসি মুস্তাফিজুর রহমান।
]]>
৩ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·