রোববার (২৭ এপ্রিল) দুপুরে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি সদর উপজেলার দ্বীপচর এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় এসে শেষ হয়। পরে জেলা প্রশাসাকের কার্যালয়ে সামনে বিক্ষোভকারীরা অবস্থান নেন।
এ সময় বক্তারা বলেন, এলাকার চিহ্নিত সন্ত্রাসী রানা, নয়ন, শরিফুল, বাবু, ইয়াছিন আলীকে ডেকে নিয়ে প্রকাশ্যে হত্যা করেছে। হত্যাকারীরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এ হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
আরও পড়ুন: সিনহা হত্যা: এক মাসের মধ্যে শুনানি শেষ করার আহ্বান
উল্লেখ্য, গত ৯ এপ্রিল ফেনী পৌর মরিচাঘাট মহল্লায় ইয়াসিন আলীকে হত্যা করা হয়। নিহত ইয়াছিন আলী সদর উপজেলার দ্বীপচর এলাকার মুকাই মন্ডলের ছেলে।