পাবনায় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্যসহ গ্রেফতার ৪

৩ সপ্তাহ আগে
পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি শর্টগান, ৬২ রাউন্ড গুলি, দুইটি ম্যাগাজিন, ৫ রাউন্ড কার্তুস, ৪ হাজার ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮০ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় পাবনা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. মোরতোজা আলী খান।

 

তিনি জানান, রোববার রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় ডিবি পুলিশ। সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি মো. জাহিদ হাসান রানাকে (৩৩) গ্রেফতার করা হয়। তিনি সদর উপজেলার দোহারপাড়া এলাকার বাসিন্দা।

 

অপরদিকে হেমায়েতপুর মালিথা পাড়ার একটি টিনশেড ঘরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন: পাবনায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর ছাত্রদলের হামলা, ৩ শিক্ষার্থী আহত

 

এছাড়া সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের মোহরপুর গ্রামে আরেকটি অভিযানে মো. রাসেল হোসেনকে (৪৫) গ্রেফতার করা হয়। তার ঘরের খাটের নিচ থেকে তুরস্কের তৈরি ১২ বোর শর্টগান ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

 

অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান মণ্ডল ও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসান বাসির।

 

গ্রেফতার চারজনের বিরুদ্ধে পাবনা সদর থানায় পৃথক পৃথক মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন