এই ঘটনায় ধর্ষক আকাশ হোসেনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত আকাশ ঐ এলাকার দবির প্রামানিকের ছেলে।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার (১৯ মার্চ) দুপুরে ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা-মা পারিবারিক কাজে বাড়ির বাইরে যান। সুযোগ পেয়ে অভিযুক্ত ধর্ষক আকাশ বাড়িতে প্রবেশ করে ওই শিক্ষার্থীকে একটি ঘরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে।
একপর্যায়ে ভুক্তভোগীর মা চিৎকারের শব্দ শুনে বাড়ির প্রধান দরজা বন্ধ করে এলাকাবাসীকে ডাকতে শুরু করেন। তবে এলাকাবাসী জড়ো হতে শুরু করলে দরজা ভেঙে পালিয়ে যান অভিযুক্ত আকাশ হোসেন। সে সময় অভিযুক্তকে ধরতে সক্ষম হননি কেউই।
আরও পড়ুন: কিশোরগঞ্জে ইউপি সদস্যের বাড়ি থেকে ১২৮ বস্তা ভিজিএফ চাল উদ্ধার
বুধবারই রাত ৯ টায় ভুক্তভোগীকে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়৷ শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় বৃহস্পতিবার (২০ মার্চ) ভুক্তভোগীর মা বাদী হয়ে সাঁথিয়া থানায় একটি লিখিত অভিযোগ করলে অভিযুক্ত আকাশকে গ্রেফতার করে পুলিশ।
]]>