পাঞ্জাবের কাছে হেরে আইপিএল থেকে বিদায় চেন্নাইয়ের

২ সপ্তাহ আগে
চিপকের এমএ চিদাম্বারাম স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের কাছে ৪ উইকেটে হেরে প্রথম দল হিসেবে এবারের আইপিএলের গ্রুপপর্ব থেকেই বিদায় নিল পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। বুধবার (৩০ এপ্রিল) টস হেরে প্রথমে ব্যাট করে ১৯০ রানেই অল আউট হয়ে যায় চেন্নাই। জবাবে ৪ উইকেট ও ২ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় পাঞ্জাব।

আইপিএলের ইতিহাসে এই প্রথম ঘরের মাঠ চিপকে টানা পাঁচ ম্যাচে হারের তেতো স্বাদ পেল চেন্নাই। এক আসরে এই মাঠে আগে কখনও এত ম্যাচ হারেনি তারা। এর আগে সর্বোচ্চ চারটি করে হেরেছিল ২০০৮ সালে ও ২০১২ সালে।  


গায়কোয়াড়ের নেতৃত্বে এবারের আসরের শুরুটা জয় দিয়েই করেছিল চেন্নাই। এরপরই শুরু হয় তাদের ব্যর্থতা। পরের পাঁচ ম্যাচে টানা হেরে যায় চেন্নাই। গায়কোয়াড় ইনজুরি নিয়ে মৌসুমের মাঝেই ছিটকে যান। তার জায়গায় অধিনায়ক করা হয় ধোনিকে। তবে ভারতকে ওয়ানডে বিশ্বকাপ জেতানো এই অভিজ্ঞ ক্রিকেটারও চেন্নাইয়ের ভাগ্য পরিবর্তন করাতে পারেননি।


আরও পড়ুন: আইপিএল শেষ ম্যাক্সওয়েলের 


মাঝে এক ম্যাচে জয়ের দেখা পেলেও, শেষ তিন ম্যাচেই হেরেছে ধোনির দল। ১০ ম্যাচে মাত্র ২ জয় নিয়ে টেবিলের তলানিতে চেন্নাই। শেষ চার ম্যাচে জয় পেলেও শেষ চারে থাকার কোনো সম্ভাবনা নেই তাদের।


এদিকে পাঞ্জাবের হয়ে এদিন হ্যাটট্রিকের দেখা পান চাহাল। ইনিংসের ১৯তম ওভারে হ্যাটট্রিকসহ পাঁচ বলের মধ্যে চার উইকেট নেন পাঞ্জাবের অভিজ্ঞ এই স্পিনার। রান তাড়ায় ৪১ বলে ৭২ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা অধিনায়ক শ্রেয়াস আইয়ার। ১০ ম্যাচে ৬ জয়ে টেবিলের দুইয়ে উঠে এলো পাঞ্জাব কিংস।

]]>
সম্পূর্ণ পড়ুন