পাঞ্জাবি গায়ককে গুলি, নেপথ্যে কারা?

৪ সপ্তাহ আগে
ভারতীয় তারকাদের চারপাশ যেন অজানা আতংক বিরাজ করছে। একের পর এক বলিউড তারকাদের হুমকি দেয়া হচ্ছে। এমনকি প্রাণনাশের হুমকিও দিচ্ছেন ভারতীয় গ্যাংস্টার বাহিনী। সম্প্রতি কানাডায় ভারতীয় গ্যাংস্টাররা তাণ্ডব চালায়। সেই নিশানায় পড়ে যায় জনপ্রিয় পাঞ্জাবি গায়ক তেজি কাহলন।

জানা গেছে, পাঞ্জাবি গায়ক তেজি কাহলনের পেটে গুলি লেগেছে। হামলার পরপরই গ্যাংস্টার রোহিত গোদারা ও তার সহযোগীরা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে দায় স্বীকার করেছে। তারা দাবি করেছে, প্রতিদ্বন্দ্বী গ্যাংকে অস্ত্র ও অর্থ সরবরাহের অভিযোগে তেজিকে সতর্ক করতেই এ হামলা চালানো হয়।


ওই পোস্টে লেখা ছিল, ‘আমরা কানাডায় তেজি কাহলনের ওপর গুলি চালিয়েছি। তার পেটে গুলি লেগেছে। যদি সে বুঝে যায়, ভালো। না বুঝলে পরের বার আমরা তাকে শেষ করব।’ পোস্টে আরও উল্লেখ করা হয়, গ্যাংস্টার রোহিতের সহযোগী মাহেন্দ্র সরণ দিলনা, রাহুল রিনাউ ও ভিকি ফলওয়ান এই হামলায় যুক্ত।

 

আরও পড়ুন: বলিউডের বর্ষীয়ান অভিনেতা আসরানির মৃত্যু


তেজি কাহলন পাঞ্জাবি সংগীতজগতে জনপ্রিয় এক নাম। তার গাওয়া গান ‘মিঠি জেল’, ‘ঝুমার’, ‘৮ কিতিয়ান’, ‘টাইম চাক দা’ এবং ‘গিদ্দা’ বেশ জনপ্রিয়। তবে কেন তিনি গ্যাংস্টারদের লক্ষ্যবস্তু হলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে।


এ ঘটনার পর কানাডার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে সাম্প্রতিক সময়ে দেশটিতে ভারতীয় গ্যাংস্টারদের প্রভাব ও সহিংসতা উদ্বেগজনক হারে বেড়েছে।

 

আরও পড়ুন: জুবিনের মৃত্যুর পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য, উত্তপ্ত আসাম


কয়েকদিন আগেই ভারতের জনপ্রিয় কৌতুকশিল্পী কপিল শর্মার ক্যাফেতে গুলি চলে। গত কয়েক মাসে একাধিকবার গুলি চলে সেই ক্যাফেতে। এ ঘটনায় লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের গোল্ডি ধিল্লোঁ ও কুলবীর সিধু এ ঘটনার দায় স্বীকার করে।

]]>
সম্পূর্ণ পড়ুন