পাঞ্জাব কিংসের নতুন অধিনায়কের নাম ঘোষণা

৩ সপ্তাহ আগে
আইপিএলের ফ্র্যাঞ্চাইজি পাঞ্জাব কিংসের আসন্ন মৌসুমের জন্য অধিনায়ক করা হয়েছে শ্রেয়াস আইয়ারকে। গত আসরে কলকাতার হয়ে খেলেছেন এই ব্যাটসম্যান। তবে গেল বছর মেগা নিলামে আইয়ারকে ২৬.৭৫ কোটি রুপিতে দলে নেয় পাঞ্জাব।

পাঞ্জাবের অধিনায়ক করার পর ম্যানেজমেন্ট এবং সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আইয়ার বলেন, 'এটি আমার জন্য অত্যন্ত সম্মানের বিষয় যে পাঞ্জাব কিংস আমাকে অধিনায়ক হিসেবে নির্বাচিত করেছে। আমি কোচ পন্টিংয়ের সঙ্গে আবার কাজ করতে মুখিয়ে আছি। দলটি শক্তিশালী, এখানে সম্ভাবনাময় খেলোয়াড় এবং প্রমাণিত পারফর্মারদের মিশ্রণ রয়েছে। আমি আশা করি আমি ম্যানেজমেন্টের আস্থার প্রতিদান দিতে পারব এবং দলকে আমাদের প্রথম শিরোপা জেতাতে সাহায্য করতে পারব।'


আরও পড়ুন: ক্রিকেট থেকে পৃথ্বীর দূরে সরে যেতে থাকার কারণ জানালেন শৈশবের কোচ 
 



অধিনায়ক হিসেবে আইয়ারের পরিসংখ্যান বেশ ভালো। মুম্বাই দলের সদস্য হিসেবে রঞ্জি ট্রফি এবং ইরানি ট্রফি জিতেছেন তিনি। আইয়ারের অধিনায়কত্বে আইপিএলে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স।


আইপিএলে এখনও শিরোপার দেখা পায়নি পাঞ্জাব কিংস। শ্রেয়াস আইয়ারের পাশাাপশি পাঞ্জাব কিংসের হয়ে আগামী আইপিএলে মাঠ মাতাবেন গ্লেন ম্যাক্সওয়েল, আর্শদীপ সিং, মার্কাস স্টয়নিস, মার্কো ইয়ানসেন, যুজবেন্দ্র চাহালের মত তারকারা। 

]]>
সম্পূর্ণ পড়ুন