বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার, বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, বুধবার (২৩ এপ্রিল) রাতে কাপ্তাই হ্রদের পাশ ঘেঁষে জেটি-ঘাট এলাকায় টিসিবির পণ্য নিয়ে একটি ইঞ্জিল পরিচালিত বোট কিনারে ভেড়ায়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইঞ্জিল চালিত বোট থেকে পরিত্যক্ত অবস্থায় এসব মালামাল জব্দ করেছে কাপ্তাই উপজেলা প্রশাসন।
জব্দ পণ্যের মধ্যে রয়েছে ২০৮ লিটার সয়াবিন তেল, ২৫০ কেজি মসুর ডাল এবং ১০০ কেজি চিনি।
ধারণা করা হচ্ছে, চোরাইভাবে বিক্রয়ের উদ্দেশ্যে পণ্যগুলো বিলাইছড়ি উপজেলা থেকে হ্রদ পথে কাপ্তাই জেটিঘাটে নিয়ে আসা হয়েছিল।
আরও পড়ুন: টিসিবির জন্য ১৭৭ কোটি টাকার রাইস ব্রাণ তেল কিনবে সরকার
এ বিষয়ে কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুদ জানান, উদ্ধার টিসিবি পণ্য কাপ্তাই থানায় জিডি মূলে উপজেলা প্রশাসনের কাছে থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, কাপ্তাই উপজেলা নির্বাহী মো. রুহুল আমিন সময় সংবাদকে বলেন, ‘জব্দ টিসিবির মালামালগুলো ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের হেফাজতে রাখা হয়েছে।’
তিনি বলেন, এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন মহলে অবগত করা হয়েছে। তদন্ত চলছে এ ঘটনায় যাদের সম্পৃক্ততা রয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’