পাকিস্তানের বিপক্ষে বিশ্বরেকর্ড গড়ে পাকিস্তানের মানুষেরই ভালোবাসা পাচ্ছেন আব্বাস

৩ সপ্তাহ আগে
নিজ জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচে দ্রুততম ফিফটির বিশ্ব রেকর্ড গড়ে অভিনন্দনের বন্যায় ভাসছেন নিউজিল্যান্ডের মোহাম্মদ আব্বাস। মুঠোফোনে পেয়েছেন কয়েক হাজার শুভকামনা বার্তা। সবচেয়ে বেশি ভালোবাসা পাচ্ছেন পাকিস্তানিদের কাছ থেকে। এছাড়া বাবা-মার সামনে নিউজিল্যান্ডের জার্সিতে এমন কীর্তি গড়া তার কাছে অনেক বড় পাওয়া বলে মনে করেন আব্বাস।

জীবনের প্রথম ম্যাচ, তাও আবার নিজ জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে। মোহাম্মদ আব্বাস শুরুটাও করেছেন স্বপ্নের মতো। তাণ্ডব চালিয়ে গড়েছেন বিশ্ব রেকর্ড। পাচ্ছেন পাকিস্তানি ভক্তদের ভালোবাসা। সঙ্গে আক্ষেপ কমিয়েছেন বাবা-মার।

 

নেপিয়ার ম্যাকলিন পার্কে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্ল্যাক ক্যাপস জার্সিতে ক্যারিয়ার শুরু করেন মোহাম্মদ আব্বাস। ছয় নম্বরে নেমে খেলেন ২৬ বলে ৫২ রানের ইনিংস। আর অর্ধশতক তোলেন মাত্র ২৪ বলে। ভাঙেন ওয়ানডে অভিষেক ম্যাচে ২৬ বলে কুনাল পান্ডিয়ার দ্রুততম ফিফটির রেকর্ড। দলও জয় পায় ২৭ রানে। অথচ এমন কীর্তি কথা জানতেন-ই না আব্বাস।

 

 

তিনি বলেন, ‘আমি জানতাম-ই না, এ বিষয় আমার কোনো ধারণা ছিল না। ড্রেসিংরুমে কেউ একজন বলছিল। তবে, সত্যি বলতে আমি এখনো বিশ্বাস করতে পারছি না।’

 

আরও পড়ুন: অধিনায়ক নির্বাচনে ব্যতিক্রমধর্মী প্রস্তাব মরগানের

 

নিউজিল্যান্ডের হয়ে খেললেও মোহাম্মদ আব্বাসের জন্ম হয়েছে পাকিস্তানের লাহোরে। তার বাবা আজহার আব্বাসের খেলার স্বপ্ন ছিল পাকিস্তান দলে। দীর্ঘদিন খেলেছেন দেশটির প্রথম শ্রেণীর ক্রিকেট। তবে, কখনোই জাতীয় দলের দরজা খোলেনি তার জন্য। আক্ষেপ নিয়েই ছেড়েছেন দেশ। নিউজিল্যান্ডে এসেও চালিয়ে গেছেন ক্রিকেট, খেলা ছেড়ে পরে হয়েছেন ওয়েলিংটনের সহকারী কোচ।

 

বাবাকে অনুপ্রেরণা মেনেই আব্বাস হয়েছেন ক্রিকেটার। প্রশিক্ষণও নিয়েছেন ওয়েলিংটনে। জন্মভূমির জার্সি গায়ে জড়াতে না পারলেও ভিন্ন দেশের জাতীয় দলের হয়ে অভিষেকেই বাবার স্বপ্নপূরণ করেছেন ২১ বছর বয়সী এই ব্যাটার। বাবা-মার সামনে এমন কীর্তি গড়াও তার কাছে অনেক বড় পাওয়া। এছাড়া পাকিস্তানিদের মনেও জায়গা করে নিয়েছেন আব্বাস।

 

তিনি বলেন, ‘বাবা-মা মাঠে বসে খেলা দেখেছে। এটা আমার কাছে স্বপ্নের মতো। এছাড়া সবাই খুব ভালোবাসা দিচ্ছে। আমার ফোনে মনে হয় কয়েক হাজার নোটিফিকেশন এসেছে। পাকিস্তান ও যুক্তরাজ্য সব জায়গা থেকেই শুভকামনা জানানো হচ্ছে।’

 

আরও পড়ুন: অ্যাশেজের আগে অস্ট্রেলিয়া সফর করবে ভারত ও দ. আফ্রিকা

 

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে বুধবার পাকিস্তানের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। সে ম্যাচেও এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে চান আব্বাস

]]>
সম্পূর্ণ পড়ুন