পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন ব্রেভিস

৩ সপ্তাহ আগে
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর দিনই দুঃসংবাদ দক্ষিণ আফ্রিকা শিবিরে। শেষ টি-টোয়েন্টিতে চোটে পড়ায় ৫০ ওভারের ফরম্যাট থেকে ছিটকে গেলেন ডেওয়াল্ড ব্রেভিস।

ইএসপিএন ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, লাহোরে শেষ টি-টোয়েন্টি খেলার সময় ২২ বছর বয়সী এ ব্যাটারের কাঁধের মাংসপেশিতে টান লেগেছিল। যার কারণে ওয়ানডে সিরিজে খেলা হচ্ছে না তার। তার স্থলাভিষিক্ত হিসেবে অবশ্য কারও না ঘোষণা করেনি দক্ষিণ আফ্রিকা।

 

আরও পড়ুন: আবুধাবি টি-টেনে খেলতে মুখিয়ে আছে সাকিব, একই দলে জেসন রয়ও

 

মূলত পাকিস্তান সফর শেষে ভারত সফরে যাবে প্রোটিয়ারা। যার কারণে ইনজুরিতে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেলেও দেশে ফিরবেন না ব্রেভিস। দলের সঙ্গে থেকে নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। সফর করবেন ভারতেও। সেখানে দুই টেস্ট, তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে প্রোটিয়ারা।

 

আরও পড়ুন: নারী ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ, জ্যোতি-মারুফাদের বেতন কত

 

এদিকে ওয়ানডে সিরিজে খেলা না হলেও পাকিস্তান সফরে দুই টেস্ট ও তিন টি-টোয়েন্টির সবগুলো ম্যাচের একাদশে ছিলেন ব্রেভিস। তবে খুব একটা আলো ছড়াতে পারেননি। কেবল লাহোর টেস্টে একটি ফিফটি হাঁকিয়েছিলেন তিনি। 

]]>
সম্পূর্ণ পড়ুন