দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠের সিরিজ দিয়ে টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর আজম। আদুল সামাদ, নাসিম শাহ এবং উইকেটকিপার উসমান খানকেও দলে ফেরানো হয়েছে।
পিসিবির বিবৃতিতে বলা হয়েছে, 'আব্দুল সামাদ, বাবর আজম এবং নাসিম শাহ পূর্ববর্তী ইভেন্টগুলোতে বাইরে থাকার পর এই টি-টোয়েন্টি সিরিজ দিয়ে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন।'
২০২৪ সালের ডিসেম্বরের পর টি-টোয়েন্টি দলে ফিরলেন বাবর। সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের পরেই বাদ পড়েছিলেন তিনি। চলতি বছর সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এশিয়া কাপে বাবরকে দলে না রাখায় সমালচনার মুখে পড়েছিল পাকিস্তান।
আরও পড়ুন: ওয়ানডেতে প্রথমবারের যে লজ্জায় পড়লেন কোহলি
তবে দলে জায়গা হয়নি উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানের। গত মাসে এশিয়া কাপের দলে থাকা ফখর জামান, মোহাম্মদ হারিস এবং ফাস্ট বোলার ফারিস রউফ বাদ পড়েছেন টি-টোয়েন্টি দল থেকে।
টি-টোয়েন্টি সিরিজের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজও খেলবে পাকিস্তান। এই সিরিজ দিয়ে ওয়ানডের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু করবেন শাহিন আফ্রিদি। অধিনায়কত্ব হারালেও ওয়ানডে দলে জায়গা পেয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
আরও পড়ুন: ইউনিকর্নসের কোচের চাকরি ছাড়লেন ওয়াটসন
টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আগা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন আফ্রিদি, উসমান খান ও উসমান তারিক।
ওয়ানডে স্কোয়াড: শাহিন আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবুল্লাহ খান, হাসান নওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম, নাসিম শাহ, সাইম আইয়ুব ও সালমান আগা।

৪ সপ্তাহ আগে
১৪







Bengali (BD) ·
English (US) ·