শাহিবজাদা ফারহান শুক্রবার )২১ মার্চ) এই জাতীয় টি-২০ কাপেই আকমলের রেকর্ড ভেঙেছেন, পাকিস্তানিদের মধ্যে তিনি এখন স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত রানের মালিক। কুয়েটার বিপক্ষে পেশোয়ারের হয়ে ১৬২ রান করেছেন তিনি, এই ইনিংসটাও অপরাজিত।
ফারহান পেশোয়ার রিজিয়নের হয়ে ওপেন করতে নেমে কুয়েট্টা রিজিয়নের বিপক্ষে ৭২ বলের ইনিংসটি ১৪টি চার এবং ১১টি ছয়ের মারে সাজান। এই ১৬২ স্বীকৃত টি-টোয়েন্টিতে এটা যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ। সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড ক্রিস গেইলের দখলে।
আরও পড়ুন: শেষ দুই ম্যাচের স্কোয়াডে পরিবর্তন আনল নিউজিল্যান্ড
২০১৩ সালে আইপিএলে গেইলের ১৭৫ রানের অপরাজিত ইনিংসটি সবার শীর্ষে। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ২০১৮ সালের অ্যারন ফিঞ্চের করা ১৭২ রানের ইনিংস। তৃতীয় স্থানে যৌথভাবে তিনজন; হ্যামিল্টন মাসাকাদজজা ২০১৬ সালে অপরাজিত ১৬২ ও হজরতউল্লাহ জাজাই ২০১৯ সালে অপরাজিত ১৬২ রান করেন
প্রসঙ্গত, ফারহানের ১৬২ রানের সুবাদে প্রথমে ব্যাট করে পেশোয়ার ১ উইকেটে ২৩৯ রান করে। জবাবে কুয়েট্টার ইনিংস ১৯.৩ ওভারে ১১৩ রানে শেষ হয়। ১২৬ রানে জয় পায় পেশোয়ার।