পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ভারতের

১ দিন আগে
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের লাহোরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ভারত। বৃহস্পতিবার (৮ মে) দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই দাবি করা হয়। খবর এএফপির।

প্রতিবেদন মতে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত রাতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো পাকিস্তানের হামলার পর পাল্টা হামলা চালিয়ে লাহোরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়।

 

বিবৃতি মতে, পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ভারতের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলার চেষ্টা করে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে এসব হামলা ঠেকিয়ে দেয়া হয়েছে।

 

আরও বলা হয়েছে, যেসব এলাকায় হামলা চালানো হয়েছে তার মধ্যে রয়েছে ভারত-শাসিত জম্মু ও কাশ্মীর এবং ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসর, লুধিয়ানা ও চণ্ডীগড়ের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো এবং গুজরাট রাজ্যের ভূজ। এসব হামলার ধ্বংসাবশেষ এখন বেশ কয়েকটি স্থান থেকে উদ্ধার করা হচ্ছে বলেও এতে দাবি করা হয়েছে।

 

আরও পড়ুন: ইসরাইলের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ভারত, দাবি পাকিস্তানের

 

প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও বলে, জবাবে ভারতের সামরিক বাহিনী পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে আকাশ প্রতিরক্ষা রাডার এবং প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়। বিবৃতিতে বলা হয়, ‘নির্ভরযোগ্য সূত্র থেকে জানা গেছে যে, লাহোরে একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় হয়েছে।’

 

কীভাবে এই প্রতিরক্ষা ব্যবস্থাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বিবৃতিতে বলা হয়নি। তবে ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসরাইলের তৈরি হ্যারপ কামিকাজে ড্রোন দিয়ে চীনের তৈরি পাকিস্তানের এইচকিউ ১৬ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা হয়।  

 

এছাড়া ভারত অভিযোগ করেছে, ‘পাকিস্তান জম্মু-কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর মর্টার ও ভারি ক্যালিবার কামান ব্যবহার করে বিনা উসকানিতে গুলিবর্ষণের তীব্রতা বাড়িয়েছে’।

 

আরও পড়ুন: এরদোয়ানকে ‘ভাই’ সম্বোধন শেহবাজের, পাশে থাকায় তুরস্কের প্রতি কৃতজ্ঞতা

 

ভারত আরও জানিয়েছে, বুধবার (৭ মে) সহিংসতা বৃদ্ধির পর থেকে পাকিস্তানি গুলিবর্ষণে তাদের নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে তিনজন নারী ও পাঁচজন শিশু।

 

পাকিস্তান দাবি করেছে, ভারত ইসরাইলের তৈরি ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। দেশটির কর্মকর্তারা বলছেন, গত রাত থেকে এখন পর্যন্ত পাকিস্তানে ২৫টি ড্রোন ছোড়া হয়েছে। সবগুলোই ভূপাতিত করা হয়েছে। খবর ডনের।

]]>
সম্পূর্ণ পড়ুন