পাকিস্তানে হামলার পর দোভাল-রুবিও ফোনালাপ, কী কথা হলো?

১ সপ্তাহে আগে
পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার পরই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার জেরে পাল্টাপাল্টি উত্তেজনার মধ্যে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এ ঘটনায় এখন পর্যন্ত দুই শিশুসহ আটজন নিহত ও ৩৫ জন আহত হয়েছেন।

 

পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা এরইমধ্যে ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা শুরু করেছে। এছাড়া ভারতের অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তান।

 

এই পরিস্থিতিতে ভারতের অবস্থান জানাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও দেশটির ভারপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

 

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে এ তথ্য জানিয়েছে ওয়াশিংটন ডিসির ভারতীয় দূতাবাস।

 

পোস্টে বলা হয়, ‘পাকিস্তানে হামলার বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা।’

 

মঙ্গলবার (৬ মে) রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক জানিয়েছেন, মঙ্গলবার দিবাগত মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে, বাগ ও মুজাফ্ফরবাদে ‘কাপুরুষোচিত’ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী এরইমধ্যে এর বদলা নিতে শুরু করেছে।

 

এদিকে ভারতের সাম্প্রতিক সীমান্ত আগ্রাসনের জবাবে পাকিস্তান বিমান বাহিনী কমপক্ষে পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ।

]]>
সম্পূর্ণ পড়ুন