পাকিস্তানে ভয়াবহ বন্যার মধ্যে ভূমিকম্পের আঘাত

৬ দিন আগে
ভয়াবহ বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। এর মধ্যেই এবার দেশটিতে ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

দ্য এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদন মতে, মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং উত্তর-পশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখোয়ার কিছু অংশ ৫.২ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে। এছাড়া পেশোয়ার, সোয়াত ও অ্যাবোটাবাদেও কম্পন অনুভূত হয়। 

 

পাকিস্তান মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিডিএম)-এর তথ্য মতে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলের ১৯০ কিলোমিটার গভীরে।

 

দুর্যোগ ব্যবস্থা বিভাগ জানিয়েছে, ভূমিকম্পে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

 

এর আগে চলতি বছরের মে মাসে পাকিস্তানের উত্তরাঞ্চলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাতে রাজধানী ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়ার কয়েকটি জেলা কেঁপে ওঠে।  

 

আরও পড়ুন: পাকিস্তানে নতুন করে বৃষ্টি, জুন থেকে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ৬ শতাধিক

 

চলতি মৌসুমে প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে পাকিস্তান। অতি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে গত শুক্রবার থেকে এখন পর্যন্ত ৩৬০ জনের মৃত্যু হয়েছে। আরও অন্তত ১০০ জন নিখোঁজ রয়েছে।

 

বেশিরভাগ হতাহতের ঘটনা ঘটেছে উত্তর-পশ্চিমের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। নদীর উপচে পানিতে সৃষ্ট আকস্মিক বন্যা গ্রামের পর গ্রাম ভাসিয়ে নিয়ে গেছে। যার ফলে বহু পরিবার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে। 

 

বৃষ্টিপাত এখনও অব্যাহত রয়েছে। ফলে আরও বন্যা এবং সম্ভাব্য ভূমিধসের বিষয়ে সতর্ক করেছে কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

  

]]>
সম্পূর্ণ পড়ুন