পাকিস্তানকে কাঁদানো সেই জোন্স আসছেন বিপিএলে

৪ সপ্তাহ আগে
কয়েক বছর আগেও বিশ্বক্রিকেটে যুক্তরাষ্ট্রের তেমন নাম-ডাক ছিল না। তবে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে দলটি। যুক্তরাষ্ট্র ক্রিকেটের এই অভূতপূর্ব উন্নতির অন্যতম কারিগর অ্যারন জোন্স। ডানহাতি এই হার্ড হিটার ক্রিকেটার খেলবেন আসন্ন বিপিএলে।

বিপিএলের আসন্ন আসরে দল পেয়েছেন যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স। সরাসরি চুক্তিতে তাকে দলে টেনেছে সিলেট স্ট্রাইকার্স। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেইজে এই তথ্য জানিয়েছে সিলেটের ফ্র্যাঞ্চাইজিটি।

 

চলতি বছর যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা ক্রিকেটার ছিলেন জোন্স। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই চমক দেখিয়েছেন তিনি। কানাডার বিপক্ষে ওই ম্যাচে ৪০ বলে ৯৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তার ইনিংসে ভর করেই ১৯৫ রানের লক্ষ্য ১৪ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলে স্বাগতিকরা।

 

তবে জোন্স সবচেয়ে বেশি আলো কেড়েছেন পাকিস্তানের বিপক্ষে। ঐতিহাসিক ওই ম্যাচে পাকিস্তানকে হারানোর অন্যতম কারিগর ছিলেন তিনি। ডেথ ওভার এবং সুপার ওভারে চাপ সামলে দুর্দান্ত ব্যাটিং করেন এই ব্যাটার। তার নৈপূন্যেই পাকিস্তানকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠে যুক্তরাষ্ট্র।   

 

আরও পড়ুন: ফিটনেস পরীক্ষায় পাস করলেন তামিম ইকবাল

 

জোন্স নিজের সর্বোচ্চ দক্ষতা দেখিয়েছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ফাইনাল ম্যাচে। শিরোপা জিততে শেষ ৪ ওভারে যখন ষাটের বেশি রান প্রয়োজন ছিল, তখন ঝোড়ো ইনিংস খেলে সেন্ট লুসিয়া কিংসকে শিরোপা এনে দেন তিনি। ৩১ বলে ৪৮ রান করে হন ফাইনালের সেরা খেলোয়াড়।

 

বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলার অভিজ্ঞতা আছে জোন্সের। গত আসরে রংপুর রাইডার্সের হয়ে একটি ম্যাচে সুযোগ পেয়েছিলেন তিনি। তবে ওই ম্যাচে ব্যাটিং-বোলিং কোনোটিই করার সুযোগ মেলেনি তার। তবে এবারের আসরে তার ওপর ভালোভাবেই নজর থাকবে বলে ধারণা করা যাচ্ছে। 
 

]]>
সম্পূর্ণ পড়ুন