পাকিস্তান-তুরস্ক বন্ধুত্ব জিন্দাবাদ: এরদোয়ান

৩ দিন আগে
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান পাকিস্তানের সাথে তার দেশের দৃঢ় সম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেছেন এবং এই সম্পর্ককে বন্ধুত্বের একটি বিরল এবং প্রকৃত উদাহরণ বলে অভিহিত করেছেন।

সামাজিক মাধ্যম এক্সে বুধবার (১৪ মে) এক পোস্ট দিয়ে এসব কথা বলেন তুর্কি প্রেসিডেন্ট। 

 

এর আগে, পাকিস্তানকে তুরস্ক সমর্থন দেয়া অব্যাহত রাখায় এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এক্সে পোস্ট দিয়েছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। পরে তার সেই পোস্টটি শেয়ার দিয়ে পাকিস্তান-তুরস্কের বন্ধুত্বের কথা তুলে ধরেন এরদোয়ান।

 

তিনি বলেন, ‘আমরা পাকিস্তান রাষ্ট্রের বিচক্ষণ, ধৈর্যশীল নীতির প্রশংসা করি। যা বিরোধ নিষ্পত্তিতে সংলাপ এবং পুনর্মিলনকে অগ্রাধিকার দেয়।’ 

 

আরও পড়ুন: ভারতের সঙ্গে উত্তেজনা, পাকিস্তানের পাশে তুরস্ক

 

তুরস্ক শান্তি ও স্থিতিশীলতার জন্য পাকিস্তানের প্রচেষ্টাকে মূল্য দেয় বলেও উল্লেখ করা হয় পোস্টে। 

 

Kıymetli @CMShehbaz kardeşim,

Dünya üzerinde pek az millete nasip olan Türkiye-Pakistan kardeşliği, hakiki dostluğun en güzel örneklerinden biridir.… https://t.co/NePsq2Lr3O

— Recep Tayyip Erdoğan (@RTErdogan) May 13, 2025

 

এরদোয়ান জোর দিয়ে বলেন, তুরস্ক ভালো এবং খারাপ সব সময়েই পাকিস্তানের পাশে থাকবে।

 

পোস্টের শেষে তুরস্কের প্রেসিডেন্ট লেখেন, ‘পাকিস্তান, তুর্কি দোস্তি (বন্ধুত্ব) জিন্দাবাদ।’

 

সূত্র: জিও নিউজ
 

]]>
সম্পূর্ণ পড়ুন