পাক সেনাদের মেরে প্যান্টও নিয়ে এলো তালেবানরা!

১ সপ্তাহে আগে
আফগান-পাকিস্তান সংঘর্ষ এখন আর সীমান্তে সীমাবদ্ধ নেই, গড়িয়েছে বহুদূর। বুধবার (১৫ অক্টোবর) কাবুল এবং কান্দাহারে পাকিস্তানি বিমান হামলার খবর পাওয়া গেছে। ঘটেছে হতাহতের ঘটনাও। প্রতিবেদন মতে, তালেবানরা পাল্টা আক্রমণে স্পিন-বোলদাকে সীমান্ত চৌকি দখল করার পর এ হামলা ঘটে।

দাউদ জুনবিশ নামে একজন আফগান সাংবাদিক সামাজিক মাধ্যমে তালেবান যোদ্ধাদের একটি ছবি শেয়ার করেছেন, যেখানে ‘পাকিস্তানের সীমান্ত ফাঁড়ি থেকে জব্দ করা প্যান্ট এবং অস্ত্র' প্রদর্শন করতে দেখা যাওয়ার দাবি করা হয়েছে। তবে তার এমন দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি।

 

প্রতিবেদনে দাবি, তালেবান বাহিনীর পাল্টা আক্রমণের পর ওই ফাঁড়ি থেকে পাক সেনারা পালিয়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছে। খবর ইন্ডিয়া টুডে’র।

 

ছবিটি পোস্ট করে সাংবাদিক দাউদ লিখেছেন, ‘ডুরান্ড লাইনের কাছে পাকিস্তানি সেনাবাহিনীর পরিত্যক্ত সামরিক পোস্ট থেকে উদ্ধার করা ফাঁকা প্যান্টগুলো আফগানিস্তানের পূর্ব নাংরাহার প্রদেশে প্রদর্শিত হচ্ছে।’ 

 

আরও পড়ুন: দাবি মুখপাত্রের /পাকিস্তানি বাহিনীর ট্যাঙ্ক জব্দ করে চালিয়ে নিয়ে গেল তালেবান! (ভিডিও)

 

‘Empty trousers’, recovered from abandoned military posts of Pakistani army near Durand Line displayed in eastern Nangrahar province, Afghanistan. pic.twitter.com/MvjAOsdCgC

— Daud Junbish 🇦🇫 (@DaudJunbish) October 14, 2025

 

কান্দাহারের বাসিন্দা মহিবুল্লাহকে উদ্ধৃত করে টোলো নিউজ বলেছে, ‘প্রয়োজনে আমরা যুদ্ধক্ষেত্রে মুজাহিদিন এবং ইসলামিক আমিরাতের সেনাবাহিনীর সাথেও যোগ দেব।’

 

পাকতিয়ার বাসিন্দা বাইতুল্লাহ বলেন, ‘আফগানিস্তান তাদের যথাযথ জবাব দিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে আমরা সবাই তাদের (তালেবান যোদ্ধা) সাথে আছি।’

 

এদিকে, সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষের মধ্যেই বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যা থেকে আগামী ৪৮ ঘণ্টার জন্য আফগানিস্তানের সাথে একটি ‘অস্থায়ী যুদ্ধবিরতিতে’ সম্মত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তান। 

 

আরও পড়ুন: আফগানিস্তানে ফের হামলা, কিছুক্ষণ পরই ‘যুদ্ধবিরতি’ ঘোষণা পাকিস্তানের

 

পাকিস্তানের পররাষ্ট্র দফতর বলেছে, 

তালেবানের অনুরোধে, আজ (বুধবার) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার জন্য, উভয় পক্ষের পারস্পরিক সম্মতিতে, পাকিস্তান সরকার এবং আফগান তালেবান সরকারের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

 

আরও বলা হয়েছে, ‘এই সময়ের মধ্যে উভয় পক্ষ গঠনমূলক সংলাপের মাধ্যমে এই জটিল কিন্তু সমাধানযোগ্য সমস্যার একটি ইতিবাচক সমাধান খুঁজে বের করার জন্য আন্তরিক প্রচেষ্টা চালাবে।’ পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। 

 

এর আগে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভি নিউজ জানায়, পাকিস্তানের সশস্ত্র বাহিনী আফগানিস্তানের কান্দাহার প্রদেশ এবং রাজধানী কাবুলে ‘নির্ভুল হামলা’ চালিয়েছে।

 

তবে আফগান প্রশাসনের পক্ষ থেকে এখনো যুদ্ধবিরতির বিষয়ে কিছু জানানো হয়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন