পাক-ভারত যুদ্ধবিরতির পর শ্রীনগরে ফের বিস্ফোরণ, ব্ল্যাক আউট: আল জাজিরা

২ সপ্তাহ আগে
পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতির কয়েকঘণ্টা পর ভারত-শাসিত কাশ্মীরের শ্রীনগরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আল জাজিরার।

শনিবার (১০ মে) বিকেল ৫টা থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সর্বপ্রথম যুদ্ধবিরতির কথা জানান। পরে ভারত ও পাকিস্তানের পক্ষ থেকেও যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করা হয়।


তবে রাতে শ্রীনগরের বাসিন্দাদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ভারত-শাসিত কাশ্মীরের রাজধানীতে একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা। এরইমধ্যে, শহরের কিছু অংশ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

This is no ceasefire. The air defence units in the middle of Srinagar just opened up. pic.twitter.com/HjRh2V3iNW

— Omar Abdullah (@OmarAbdullah) May 10, 2025


এদিকে স্থানীয় মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘শ্রীনগরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’


শ্রীনগরের সাম্প্রতিক বিস্ফোরণ বাসিন্দাদের আবারও ভয় ও অনিশ্চয়তার মধ্যে ফেলে দিয়েছে।

 

আরও পড়ুন: যুদ্ধবিরতির পর ট্রাম্পের ভূয়সী প্রশংসায় পাকিস্তানের প্রধানমন্ত্রী


ভারত-শাসিত কাশ্মীরের রাজধানীতে বসবাসকারী মাদিহা ফারুক আল জাজিরাকে বলেন, ‘যুদ্ধবিরতি ঘোষণার পর স্বস্তির মুহূর্ত এসেছিল।’ 
 

আমাদের বড় পরিবার, স্বাভাবিক অবস্থা অনুভব করার জন্য চা খেতে জড়ো হয়েছিল। কিন্তু হঠাৎ করেই জোরে বিস্ফোরণে আশপাশ কেঁপে ওঠে। আমরা আতঙ্কিত হয়ে পড়ি, আলো নিভিয়ে দেই এবং এক কোণে একসাথে জড়ো হই।


প্রতিবেদনে আরও বলা হয়, একাধিক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, যা বিভ্রান্তি আরও বাড়িয়ে দেয়।


শ্রীনগরের আরেক বাসিন্দা বলেন, একটি বিস্ফোরণ এত শক্তিশালী ছিল যে দেয়াল কাঁপিয়ে দিয়েছিল। কর্তৃপক্ষ কী ঘটছে তা স্পষ্ট করছে না; আমাদের কোনো আশ্রয়কেন্দ্র নেই, আমরা কোনো সাইরেনও শুনতে পাইনি। আমরা কী করব জানি না।

 

সাংবাদিক ওমর মেহরাজ জানান, তিনিও বিস্ফোরণের শব্দ শুনেছেন। তবে এটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরণ কিনা তা নিশ্চিত নন তিনি।

 

এর আগে শনিবার বিকেলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ স্যোশাল মিডিয়ায় এক পোস্টে জানান, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত-পাকিস্তান পূর্ণাঙ্গ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছে।

 

আরও পড়ুন: ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণায় কী বলছেন কাশ্মীরিরা

 

তিনি আরও জানান, গত রাতে দীর্ঘসময় ধরে ভারত-পাকিস্তানের কর্মকর্তাদের সাথে কথা বলার পর তারা যুদ্ধবিরতিতে রাজি হন। যুদ্ধবিরতিতে রাজি হওয়ায় ট্রাম্প দুই দেশের বিচক্ষণতার প্রশংসা করেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন